ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বঙ্গবন্ধুকে যথাযথ শ্রদ্ধা নিবেদন সম্ভব ॥ ডা. কামরুল

প্রকাশিত: ০৬:০৩, ১৪ আগস্ট ২০১৬

সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বঙ্গবন্ধুকে যথাযথ শ্রদ্ধা নিবেদন সম্ভব ॥ ডা. কামরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, সততার সঙ্গে যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সত্যিকারের শ্রদ্ধা নিবেদন সম্ভব। জাতির পিতা আজীবন বাংলাদেশের মানুষের জন্য লড়াই-সংগ্রাম করে গেছেন। শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচ তলায় শহীদ ডাঃ মিলন হলের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ কামরুল এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এ এস এম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নœান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ। -বিজ্ঞপ্তি
×