ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোবট নাচে রেকর্ড

প্রকাশিত: ০৬:০২, ১৪ আগস্ট ২০১৬

রোবট নাচে রেকর্ড

রোবট নাচে রেকর্ড গড়ল চীন। সঙ্গে মিলল সম্মাননা। সম্প্রতি চীনের শানডংয়ে এই রোবট নাচের আয়োজন করা হয়। এতে অংশ নেয় এক হাজার সাতটি রোবট। রোবটগুলোর রং ছিল লাল ও সাদা। জিতে নেয় ‘সর্বোচ্চ সংখ্যক রোবট একই সঙ্গে নৃত্য পরিবেশন’র গিনেস রেকর্ডস। নাচ দেখতে মাঠে উপস্থিত ছিল কয়েক হাজার দর্শক। ‘কিউআরসি-২’ নামের নাচে পারদর্শী রোবটগুলো কিন্তু উচ্চতায় খুব বড় নয়। ৪৩ দশমিক ৮ সেন্টিমিটার উচ্চতার রোবটগুলো পাকা এক মিনিট তাদের নাচের কসরৎ পরিবেশন করে। সবচেয়ে অবাক করার কথা, এই হাজার রোবট নিয়ন্ত্রণ করা হয়েছে একটিমাত্র স্মার্টফোনের মাধ্যমে। যদিও কিছু রোবট ঠিকঠাক নাচতে পারেনি পুরো সময়। কিছু একে অন্যের ওপর আছড়ে পড়েছে কিংবা কিছু রোবট এক মিনিটের আগেই থামিয়ে দিয়েছে নাচ। তবে শেষ পর্যন্ত রেকর্ড তারা ঠিকই করেছে। রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফেয়ারেন্স সাহায্যে রোবটগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। তবে এ ধরনের আয়োজন কিন্তু এই প্রথম নয়। এর আগেও চীনে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। - টেকট্রি ও লাইভ সায়েন্স অবলম্বনে
×