ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাভাইয়ের খাদেমসহ দুই জেএমবি জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৬:০১, ১৪ আগস্ট ২০১৬

বাংলাভাইয়ের খাদেমসহ দুই জেএমবি জঙ্গী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৩ আগস্ট ॥ শেরপুরের সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) তৎকালীন শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাইয়ের ‘খাদেম’ বলে পরিচিত সাজেদুল ইসলাম ওরফে সাদ্দামসহ (২৭) দুই জেএমবি জঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঝিনাইগাতীর সীমান্তবর্তী ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে প্রথমে গ্রেফতার করা হয় স্থানীয় জামাল উদ্দিন মিস্ত্রির ছেলে সাজেদুল ইসলামকে। তার দেয়া তথ্য মোতাবেক শনিবার সকালে একই এলাকা থেকে আমিনুল ইসলাম (২০) নামে আরও এক জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। সে স্থানীয় আশরাফ আলীর ছেলে। নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি চলছে। রবিবার রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হবে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন শিকদার জানান, গ্রেফতার হওয়া জেএমবি নেতা সাজেদুল এক সময় জেএমবির প্রতিষ্ঠাতা শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইয়ের সান্নিধ্যে ছিল। সাজেদুল ইসলাম সাদ্দাম ছাড়াও আব্দুস সালাম ওরফে আবু সাইদসহ তার আরও একাধিক নাম রয়েছে। তার এক ভগ্নিপতিও জেএমবি সদস্য এবং সে বর্তমানে ময়মনসিংহ কারাগারে আটক রয়েছে। সে গাজীপুরের জয়দেবপুরের মুন্সীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। শেরপুরে আসার গোপন সংবাদ পেয়ে তাকে শুক্রবার রাত ১০টার দিকে গ্রেফতার করা হয়। পরে সাজেদুলের দেয়া তথ্যে শনিবার সকালে একই এলাকা থেকে গ্রেফতার করা হয় তার সহযোগী আমিনুল ইসলামকে। এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি মাহফুজার রহমান বলেন, ঝিনাইগাতী সীমান্তে গ্রেফতার হওয়া দুই জেএমবি সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে। রবিবার সকালে প্রেস কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের পুরো বিষয়টি জানানো হবে। পরে তাদের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হবে।
×