ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৌলবাদী গোষ্ঠীকে প্রতিহত করা এখন বড় চ্যালেঞ্জ ॥ ইনু

প্রকাশিত: ০৬:০১, ১৪ আগস্ট ২০১৬

মৌলবাদী গোষ্ঠীকে প্রতিহত করা এখন বড় চ্যালেঞ্জ ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা বাঙালী জাতির ইতিহাসে সবচাইতে শোকাবহ ঘটনা। বঙ্গবন্ধু হত্যার পর মোশতাক-জিয়া যেভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধবিরোধী ধারা; পাকিস্তানী ধারায় ঠেলে দেয় তাতে প্রামাণ হয় ’৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। শনিবার নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। ইনু বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, সাম্প্রদায়িকতা এবং এদের ঘাঁটি বিএনপি- এ চারটি অভিশাপ দেশের বুকের ওপর চাপিয়ে দেয়া হয়। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল এ চারটি অভিশাপ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশের পথে, মুক্তিযুদ্ধের পথে পরিচালিত করছে। বাংলাদেশকে বাংলাদেশের পথে, মুক্তিযুদ্ধের পথে ফেরা ঠেকাতেই ধারাবাহিকভাবে অন্তর্ঘাত-নাশকতা-আগুনযুদ্ধ-গুপ্ত হত্যা-জঙ্গীসন্ত্রাস চালানো হচ্ছে। মন্ত্রী বলেন, জঙ্গীসন্ত্রাসকে পরাজিত করেই বাংলাদেশকে গণতন্ত্র-সমাজতন্ত্রের পথে পরিচালিত করতে হবে। এখন সবার সজাগ থাকা উচিত। ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। উগ্র-সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর লক্ষ্য দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। তারা সে চেষ্টা স্বাধীনতা সংগ্রামের আগে থেকেই করে আসছে। এবারও তাদের সফল হতে দেয়া যাবে না। যে কোন মূল্যে উগ্রবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। মৌলবাদী গোষ্ঠীকে প্রতিহত করা এখন দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ইনু বলেন, এই গোষ্ঠী দেশকে পিছিয়ে দিতে চায়। এর সঙ্গে জড়িত রয়েছে দেশী-বিদেশী চক্র। তারা ’৭১-এর পরাজয়ের প্রতিরোধ নিতে চায়। আমরা বিশ্বাস করি এদেশের সংগ্রামী ও দেশপ্রেমিক মানুষ কোন দিনই উগ্রবাদীদের প্রত্যাশা পূরণ হতে দেবে না। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, উপদেষ্টাম-লীর সদস্য প্রফেসর মোয়াজ্জেম হোসেন, সহসভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার, নাদের চৌধুরী, শওকত রায়হান, আফজাল হোসেন খান জকি, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, নারীনেত্রী উম্মে হাসান ঝলমল, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম ও শ্রমিকনেতা কাজী সিদ্দিকুর রহমান।
×