ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিক

ব্যক্তিগত সেরা টাইমিং করেও বাদ সোনিয়া স্প্রিন্টের হিটেই বাদ শিরিন

প্রকাশিত: ০৮:১৬, ১৩ আগস্ট ২০১৬

ব্যক্তিগত সেরা টাইমিং করেও বাদ সোনিয়া স্প্রিন্টের হিটেই বাদ শিরিন

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে শুধু হতাশার গল্পই শুনিয়ে চলেছেন বাংলাদেশের এ্যাথলেটরা। শুক্রবার রাতে দুই প্রমীলা প্রতিযোগীও ব্যর্থ হয়েছেন নিজেদের মেলে ধরতে। সাঁতারে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে আটজনের মধ্যে তৃতীয় হয়েও বাদ পড়েছেন সাঁতারু সোনিয়া আক্তার। ব্যর্থতার মিছিলে নাম লেখান স্প্রিন্টার শিরিন আক্তারও। বাংলাদেশের দ্রুততম মানবী মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের হিটে আটজনের মধ্যে পঞ্চম হয়ে বাদ পড়েছেন। শিরিন দৌড় শেষ করেন ১২.৯৯ সেকেন্ড সময় নিয়ে। বাংলাদেশে তার সেরা টাইমিং ১১.৯৯ সেকেন্ড। এদিকে ট্র্যাক এ্যান্ড ফিল্ডে মেয়েদের ১০ হাজার মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন ইথিওপিয়ার আলমাজ আয়ানা। ২৯ মিনিট ১৭.৪৫ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন তিনি। ৫০ মিটার ফ্রিস্টাইলের তিন নম্বর হিটে আটজনের মধ্যে তৃতীয় হয়ে বাদ পড়েন সাঁতারু সোনিয়া। মোট ৮৮ জন সাঁতারুর মধ্যে তিনি হয়েছেন ৬৯তম। অবশ্য সোনিয়ার টাইমিংও খুব একটা খারাপ না। ২৯.৯৯ সেকেন্ড। এর আগে তার সেরা টাইমিং ছিল ৩০.৮৯ সেকেন্ড। এবার তিনি নিজের সেরা টাইমিং করেন। এরপরও বাদ পড়তে হয় সোনিয়াকে। প্রথম ১৬ জন সেমিফাইনালে উঠেছেন। কিন্তু অবাক করা বিষয়, শুক্রবার রাতে সোনিয়া তিন নম্বর হিটে তৃতীয় হওয়ার পর অনেক টেলিভিশন চ্যানেলের স্ক্রলে দেখানো হয় সেমিফাইনালে উঠেছেন তিনি! অন্যদিকে এ্যাথলেটিক্সে মেয়েদের ১০০ মিটার দৌড়ে প্রাক-বাছাই হিটেই বাদ পড়েন শিরিন। প্রতিযোগিতার এক নম্বর হিটে আট এ্যাথলেটের মধ্যে পঞ্চম হন তিনি। টানা দুই মৌসুম দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। সেই সুবাদে এবারের অলিম্পিক গেমসে অংশ নেয়ার সুযোগ পান তিনি। কিন্তু যথারীতি ব্যর্থতার স্বাক্ষর রাখলেন তিনি।
×