ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিরপুরে নিখোঁজ শিশুর সন্ধানে নালায় অভিযান

প্রকাশিত: ০৮:০৩, ১৩ আগস্ট ২০১৬

মিরপুরে নিখোঁজ শিশুর সন্ধানে নালায় অভিযান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ৫ নম্বর এভিনিউতে সুজন নামে তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার সকালে শিশুটির মা মোসাম্মাৎ রুবি ছয় বছর বয়সী মেয়ের কাছে তাকে রেখে কাজের জন্য বেরিয়ে যান। বিকেলে ফিরে এসে তিনি দেখতে পান সুজন নেই। এরপর খোঁজ শুরু করেন। শিশুটির বাসার পাশেই বেশ বড একটি নালা রয়েছে। একপর্যায়ে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। সন্ধ্যায় সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা পাশের নালাটিতে অভিযান চালালেও সুজনের খোঁজ পায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর পলাশ মদক জনকণ্ঠকে বলেন, পরিবারের সদস্যরা সুনির্দিষ্ট করে শিশুটি কোথায় হারিয়েছে সে তথ্য দিতে পারেনি। তারা ধারণা করছেন যে বাড়ির পাশের নালাটিতে সে পড়ে গেছে। শুক্রবার রাত ১১টা পর্যন্ত ওই নালায় অভিযান পরিচালনা করেও তাকে না পেয়ে অভিযান স্থগিত করা হয়। আজ শনিবার সকাল ৭টা থেকে আবার অভিযান পরিচালনা করা হবে। বাসাবোতে ভাই-বোনের লাশ উদ্ধার ॥ শুক্রবার রাতে রাজধানীর উত্তর বাসাবোর কমিউনিটি সেন্টারের পাশে একটি বাসার ছাদ থেকে শিশু ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সে তথ্য জানা যায়নি। রাত ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে জানান সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুছ। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর সম্পর্কে ওই ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়।
×