ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রেজা নওফল হায়দার

সেরা ১০ কানেক্টিং স্টার্ট এ্যাপসের জন্য নতুন প্রজেক্ট

প্রকাশিত: ০৬:৫৫, ১৩ আগস্ট ২০১৬

সেরা ১০ কানেক্টিং স্টার্ট এ্যাপসের জন্য নতুন প্রজেক্ট

বিজয়ী উদ্যোগ ও প্রতিষ্ঠানগুলো হলো, হেডব্লকস, ইন্টার‌্যাক্টিভ থেরাপি, বিডিরেটস ডটকম, ইম্পেভিসতা, হিউম্যাক ল্যাব, সিক্স এ্যাক্সিস, জিওন, হিরোজ অব ৭১, প্রযুক্তি নেক্সট এবং খুঁজুন। প্রতিযোগিতার বিজয়ীরা জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে বাংলালিংকের সহযোগিতায় ডিজিটাল ইনকিউবেটরের সাপোর্ট সেন্টারে এক বছরের জন্য বিনামূল্যে জায়গা বরাদ্দ পাচ্ছে। নির্বাচিত আরও ৪০ উদ্যোগ অগ্রাধিকার ভিত্তিতে এই ডিজিটাল ইনকিবিউটরের বিভিন্ন সুবিধাসহ তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পন্ন করার জন্য জায়গা বরাদ্দ নিতে পারবে। এছাড়া উচ্চগতির ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা, বড় কনফারেন্স রুম ব্যবহারের সুবিধাসহ তাদের আর্থিক বিনিয়োগের মাধ্যমে উদ্যোগটি যাতে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে তার ব্যবস্থা করা হবে। এছাড়া স্টার্টআপগুলোকে নিয়ে পরবর্তীতে বছরব্যাপী কার্যক্রম গ্রহণ করা হবে। প্রসঙ্গত, আইটি ইনকিউবেটর ডিজিটাল উদ্যোক্তা তৈরি করার একটি প্লাটফর্ম, যা তরুণদের ক্ষমতায়ন, কাজের সুযোগ প্রদান এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি ও সমাজে কাজের সুযোগ-সুবিধা প্রদানের একটি পথ হিসেবে কাজ করবে। এটি একটি স্টার্টআপস, যার মাধ্যমে প্রতিষ্ঠান ছোট থেকে বড় এবং তাদের নিজেদের ও দেশের জন্য বড় অংশের রাজস্ব আয়ের সুযোগ পাবেন। সে আলোকেই, ছোট ও মাঝারি ডিজিটাল ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে উৎসাহ প্রদানসহ স্টার্ট আপসদের ক্ষমতায়ন করতে শুরু হয়েছে ‘কানেক্টিং স্টার্টআপস ২০১৬।’
×