ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটন পোস্ট

রোবোট শিখবে অন্যের আচরণ দেখে

প্রকাশিত: ০৬:৫৪, ১৩ আগস্ট ২০১৬

রোবোট শিখবে অন্যের আচরণ দেখে

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমন এক রোবোট তৈরি করা হচ্ছে যা পথচারীদের আচরণ দেখে কিভাবে সামাজিকভাবে সচেতন হতে এবং পথচারীদের মধ্য দিয়ে চলতে হয় তা শিখছে। এই রোবোট স্বয়ংচালিত গাড়ির মতো নয়, স্বয়ংচালিত গাড়ি সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। অন্যদিকে রাস্তায় চলাচলরত মানুষ অলিখিত নিয়মের অনুসারী। তারা সামাজিক প্রথা ও রীতিনীতির ভিত্তিতে পরস্পরের সঙ্গে আচার-আচরণ করে। এসব প্রথা বা রীতিনীতির কিছু কিছু সম্পর্কে তারা সচেতন নাও থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিজ্ঞানী আলেকজান্ডার আলাহি বলেন যে, প্রতিটি দেশ প্রতিটি সংস্কৃতির নিজস্ব আচরণ আছে এবং সেভাবেই আমরা এমন এক এলগোরিদম উদ্ভাবনের চেষ্টা করছি যা এসব আচরণ দেখে শিকবে। যে কোন রোবোট সেই এলগোরিদমকে কাজে লাগিয়ে একটা নির্দিষ্ট স্থান ও সময়ের সামাজিক প্রথা ও রীতিনীতি শিখতে পারবে।
×