ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মতিঝিলে বহুতল গাড়ি পার্কিং ব্যবহার হচ্ছে না

প্রকাশিত: ০৬:৪২, ১৩ আগস্ট ২০১৬

মতিঝিলে বহুতল গাড়ি পার্কিং ব্যবহার হচ্ছে না

স্টাফ রিপোর্টার ॥ পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় রাজধানীর মতিঝিলে সিটি কর্পোরেশনের বহুতল গাড়ি পার্কিংটির পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত হচ্ছে না। ফলে এত বড় একটি পার্কিং লট থাকা সত্ত্বেও গাড়ি পার্ক করতে হচ্ছে ব্যস্ত রাস্তার পাশে। যার ফলে সৃষ্টি হচ্ছে যানজটের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, শীঘ্রই নগরীতে গাড়ি পার্কিং নিয়ে একটি নীতিমালা তৈরির পরিকল্পনা রয়েছেন তাদের। পুলিশ বলছে, আইনের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগের পাশাপাশি পার্কিং সমস্যা সমাধানে প্রয়োজন রয়েছে নাগরিক সচেতনতার। রাস্তার পাশে দীর্ঘ এই গাড়ির সারিই বলছে শহরে এখন যেখানেসেখানে গাড়ি পার্কিং নিয়ে কারো কোন উদ্বেগ নেই। রাজধানীর মতিঝিল এলাকার সকালবেলার দৃশ্য এটি। যেখানে গাড়ি পার্ক করা নিষিদ্ধ সেখানে একাধিক গাড়ি পাশাপাশি অথবা মুখোমুখি রেখে সৃষ্টি করা হচ্ছে যানজট। যত্রতত্র গাড়ি রাখার দায় সরকারী ও বেসরকারী দুই ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠানেরই। প্রত্যেকটি প্রতিষ্ঠানের যেখানে নিজেদের গাড়ি রাখার জন্য পর্যাপ্ত জায়গা রাখার কথা ছিল সেখানে সব গাড়িই রাখা হচ্ছে রাস্তায়। নগরবাসীর সুবিধার্থে রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে একটি বহুতল গাড়ি পার্কিং তৈরি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে অনেকেই এ তথ্যটি জানেন না। এই পার্কিং ভবনটি ৬ তলা হলেও সেখানে নেই কোন লিফট, বা চালকদের বসার জায়গা। যে টয়লেট আছে তা ব্যবহারের অনুপযোগী। ফলে এখানে গাড়ি রাখায় কারো তেমন আগ্রহ নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছেন, পার্কিং নিয়ে আগামী দুই-এক মাসের মধ্যে একটি নীতিমালা তৈরির চেষ্টা করছেন তারা। তবে রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের পার্কিং ভবনের সমস্যা সমাধানে সময় প্রয়োজন তাদের। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোসলে উদ্দিন আহমেদ বলছেন, নগরীতে গাড়ি পার্কিংয়ের সমস্যা সমাধানে আইনের যথাযথ প্রয়োগের চেষ্টা করছেন তারা। অবৈধ পার্কিংয়ের দায়ে গত ১৫ দিনে অন্তত তিন হাজার গাড়ি ডাম্পিং এলাকায় পাঠানো হয়েছে।
×