ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ আগস্ট ২০১৬

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২০. স্বার্থ একত্রীকরণকারী বলা হয় কাকে? ক) চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে খ) রাজনৈতিক দলকে গ) জনগণকে ঘ) শিক্ষক সমাজকে ২১. জনমতের গুরুত্ব লক্ষ্য করা যায়- র. সুশাসনে রর. গণতন্ত্রে ররর. সমাজে নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২২. এরিস্টটল ছিলেন- র. স্বেচ্ছাচারের ঘোর বিরোধী রর. ব্যক্তি স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল ররর. রক্ষণশীল বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৩. সাম্য ও স্বাধীনতা গণতান্ত্রিক ধারাকে সচল রাখে। এদের লক্ষ্য হলো- র. ব্যক্তির পূর্ণতা বিধান রর. সমতা নিশ্চিত করা ররর. আইনের বাস্তবায়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২৪. জাতীয় জনসমাজ ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে কোনটি গঠিত হয়? ক) গোষ্ঠী খ) জাতি গ) সমাজ ঘ) পরিবার ২৫. নৈতিকতা কী? ক) অসৎ নীতি খ) মূল্যবোধের ব্যবহার গ) নীতি সংক্রান্ত বিষয় ঘ) সামাজিক ন্যায়বিচার ২৬. লিবিয়ার সাবেক একনায়ক ছিলেন কে? ক) মুয়াম্মার গাদ্দাফি খ) হিটলার গ) মুসোলিনী ঘ) কার্ল মার্কস ২৭. জাতীয়তা হলো- র. ধর্মীয় বন্ধনে আবদ্ধ জনসমষ্টি রর. প্রজ্ঞার বন্ধনে আবদ্ধ জনসমষ্টি ররর. ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ জনসমষ্টি নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২৮. মার্কিন যুক্তরাষ্ট্রে কোন রাষ্ট্রপতি পরপর দুই মেয়াদের বেশি নির্বাচিত হতে পানের না। এর ফলে মার্কিন সমাজে গড়ে ওঠে না- ক) সুশাসন খ) গণতান্ত্রিক মূল্যবোধ গ) কর্তৃত্বমূলক ক্ষমতা কাঠামো ঘ) ন্যায়বিচার ২৯. জাতীয়তাবাদের জনক কে? ক) রামজে ম্যূর খ) ফ্যাসিনি গ) বার্নাডশ ঘ) রেঁনান ৩০. কৎধঃবরহ শব্দের অর্থ কী? ক) শাসন খ) শোষণ গ) নির্দেশ ঘ) অনুরোধ ৩১. নাগরিকের মঙ্গল সাধনের উদ্দেশ্য কাজ করে- র. পৌরনীতি রর. লোকপ্রশাসন ররর. নৃবিজ্ঞান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৩২. সরকারের বিভাগ কয়টি? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ৩৩. অধিকার প্রধানত কয়ভাগে বিভক্ত? ক) ভোটদানের অধিকার খ) নিজ ধর্ম পালনের অধিকার গ) পরিবার গঠনের অধিকার ঘ) আবেদন করার অধিকার ৩৪. আইনের শাসন প্রতিষ্ঠা হলে সমান অধিকার লাভ করবে- র. ধনী-দরিদ্র রর. বিচ্ছৃঙ্খলাকারী ররর. সবল দুর্বল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৩৫. সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম? ক) শিক্ষর প্রসার খ) মতামত প্রকাশের স্বাধীনতা গ) সামাজিক স্বার্থ ঘ) ঐক্য ও সংহতি মনোভাব ৩৬. জনমতকে গণকল্যাণকামী বলা হয় কেন? ক) ছাত্রদের স্বার্থসংশ্লিষ্ট খ) জনগণের স্বার্থ সংশ্লিষ্ট গ) নেতাদের স্বার্থসংশ্লিষ্ট ঘ) আমলাদের সংশ্লিষ্ট ৩৭. জাতীয়তাবাদী চেতানার ফসল কী? ক) জাতীয়তাবাদী খ) জাতি গ) উপজাতি ঘ) গোষ্ঠী ৩৮. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলে? ক) শাসক খ) আমলা গ) চাকরিজীবী ঘ) প্রজা ৩৯. জাতীয় সঙ্কটে মানুষকে জীবন উৎসর্গে উৎসাহ দেয় কোনটি? ক) পরিবার খ) দেশপ্রেম গ) সমাজ ঘ) জাতি ৪০. সাম্য বলতে বোঝায়- র. সকলের জন্য সমান সুযোগ রর. নিজ নিজ দক্ষতা বিকাশের সুযোগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪১. নিম্ন আদালত কত প্রকার? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ৪২. তথ্যপ্রযুক্তির দ্রুত প্রসারের লক্ষ্যে করসার কী পদক্ষেপ গ্রহণ করেছে? ক) আইসিটি খাতে ৫০ শতাংশ ভর্তুকি প্রদান করেছে খ) বিনামূল্য ইন্টারনেট সেবা প্রদান করেছে গ) জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা অনুমোদন করেছে ঘ) রাজশাহীতে আইসিটি ইনকিউবেটর স্থাপন করেছে ৪৩. সুষ্ঠু জনমত গঠনের কিসের গুরুত্ব অপরিসীম? ক) শিক্ষার প্রসার খ) সামাজিক স্বার্থ গ) মতামত প্রকাশের স্বাধীনতা ঘ) ঐক্য ও সংহতির মনোভাব ৪৪. প্রাচীনকালে ছোট ছোট নগর বা অঞ্চল নিয়ে রাষ্ট্র গঠিত হতো। এরূপ রাষ্ট্রকে কী বলা হতো? ক) নগররাষ্ট্র খ) ক্ষুদ্ররাষ্ট্র গ) জাতীয়তাবাদী রাষ্ট্র ঘ) আঞ্চলিক রাষ্ট্র ৪৫. আদর্শ আমলাতন্ত্রকে অবশ্যই- র. নিরপেক্ষ হতে হবে রর. দুর্নীতিমুক্ত হতে হবে ররর. জবাবদিহিমূলক হতে হবে নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪৬. ‘যেখানে সরকারের কার্যক্রম সবারই অংশগ্রহণের সুযোগ আছে, সেটিই হলো গণতন্ত্র।’-কে বলেছেন? ক) আব্রাহাম লিংকন খ) হেরেডোটাস গ) স্যার জন সিলি ঘ) ম্যাকাইভার ৪৭. জাতীয়তাবোধ মানুষকে কী করতে উৎসাহ দেয়? ক) শিক্ষা বিস্তারে খ) স্বাধীনতা সংগ্রামে গ) মুক্ত চিন্তা করতে ঘ) দেশ পুনর্গঠনে ৪৮. প্রাচীন গ্রিসে কী বিদ্যমান ছিল? ক) নগর খ) শহর গ) শহর কেন্দ্র ঘ) নগররাষ্ট্র উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও : আইনের শাসন গণতন্ত্রের সাফল্যের অন্যতম পূর্বশর্ত। আইনের শাসনের অর্থ হলো আইনের চোখে সকলেই সমান। সকলেই আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। কাউকেই বিনাবিচারে গ্রেফতার বা আটক রাখা যাবে না অর্থাৎ এর অর্থ আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সাম্য প্রতিষ্ঠাতা। ৪৯.‘ঞযব ঝঢ়রৎরঃ ড়ভ ষধ’ি গ্রন্থের রচয়িতা কে? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও র রর ঘ) র, রর, ও ররর ৫০. সুশাসনের মাধ্যমে শাসন ব্যবস্থায় কার্যকারিতা ও সফলতা লাভ করে- র. স্বচ্ছতা রর. জবাবদিহিতা ররর. দায়িত্বশীলতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর সঠিক উত্তর : ২০. (খ) ২১. (ঘ) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (খ) ২৫. (খ) ২৬. (ক) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (খ) ৩০. (ক) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (খ) ৩৬. (খ) ৩৭. (খ) ৩৮. (খ) ৩৯. (খ) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (গ) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (ঘ) ৪৯. (খ) ৫০. (ঘ)
×