ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিন্যান্স ও ব্যাংকিং

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৮, ১৩ আগস্ট ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

১. ব্যাংক মক্কেলের আস্থা অর্জনের জন্য কোন নীতি অবলম্বন করে? ক) গোজনীয়তার খ) উদ্দেশ্যের গ) মুনাফার ঘ) বিশেষায়নের ২. সালমা ফ্রিজ কেনার জন্য ব্যাংক থেকে ১৫% সুদে ঋণ নেয় সালমার মূলধন খরচ কত? ক) ১০% খ) ১১% গ) ১৪% ঘ) ১৫% ৩. নগদ প্রবাহ হতে কী নির্ণয় করা হয়? ক) পন্য বিক্রয়ের পরিমাণ খ) মুনাফার পরিমাণ গ) কাঁচামালের পরিমাণ ঘ) শেয়ারের পরিমাণ ৪. কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ বা সংখ্যাত্মক ঋণ পদ্ধতির মধ্য রয়েছে- র. ব্যাংক হার নীতি রর. ঋণের বরাদ্দকরণ নীতি ররর. খোলাবাজার নীতি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৫. নিচের কোনটি ব্যাংকের মালিকানভিত্তিক শ্রেণিকরণের মধ্যে পড়ে না? ক) সমবায় ব্যাংক খ) বিশেষায়িত ব্যাংক গ) স্বসাসিত ব্যাংক ঘ) সরকারি ব্যাংক ৬. নিচের কোনটি থেকে আর্থিক ঝুঁকি তৈরি হয়? ক) দায় পরিশোধের অক্ষমতা থেকে খ) দায় পরিশোধের ক্ষমতা থেকে গ) আর্থিক স্বচ্ছলতা থেকে ঘ) মুনাফা অর্জনের ক্ষমতা থেকে ৭. ঝুঁকি সৃষ্টি হতে পারে- র. আয় প্রত্যাশা থেকে বেশি হলে রর. আয় প্রত্যাশা থেকে কম হলে ররর. আয় প্রত্যাশা থেকে সমান হলে নিচের কোনটি সঠিক? ক) র, রর ও রর খ) র ও ররর গ) র ও রর ঘ) রর ও ররর ৮. স্থায়ী হিসাবে ব্যাংক সমর্থ হয়- র. অর্থের রর. ঋণের ররর. আমানতের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) ও গ) রর ঘ) ররর ৯. স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি শুলধন সরবরাহ করা অর্থায়নের কোন নীতি? র তারল্য নীতি রর উপযুক্ততার নীতি ররর মুনাফা নীতি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রও রর ১০. পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে সেটা কী করা হয়? ক) ব্যয় বৃদ্ধি খ) ভবিষ্যতের জন্য সঞ্চয় গ) আয় হৃাস ঘ) ব্যবসায়ে বিনিয়োগ ১১. নগদ প্রবাহ প্রাক্কলন করার সময় অতি সতর্কতার সাথে নির্ধারণ করতে হয়- র চলতি খরচ রর ক্রয় অনুমান ররর স্থায়ী খরচ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১২. ‘ঈড়ড়ৎফরহধঃরড়হ গধরহঃধরহধহপব ড়ভ ফরভভবৎবহঃ ঝঃধঃরংঃরপং' বিষয়টি কোন ব্যাংকের অধীনে? ক) কেন্দ্রীয় ব্যাংকের খ) ভোক্তা ব্যাংকের গ) আন্তর্জাতিক ব্যাংকের ঘ) তালিকাভুক্ত ব্যাংকের ১৩. অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগৃহীত হলে কোন কাজটি ঐচ্ছিক হয়? ক) প্রতিষ্ঠন পরিচালনা খ) মুনাফা অর্জন গ) মুনাফা বন্টন ঘ) অর্থায়নের নিরাপত্তা ১৪. বোরহান একটি ল্যাপ্টপ ক্রয় করার জন্যে ৭০,০০০ টাকা এক্সেল ব্যাংক তেকে ঋণ নেয়। ব্যাংকের সুদের হার ১৮%। তাকে ঋণের কিস্তিগুলো মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে। বোরহান এ ঋণ ৩ বছরের মধ্যে পরিশোধ করতে চাইলে প্রতিটি কিস্তিতে তাকে কত টাকা পরিশোধ করতে হবে? ক) ২,১১৭ টাকা খ) ২,৫৩০ টাকা গ) ২,২২৭ টাকা ঘ) ২,৭৪৭ টাকা ১৫. শুধু একটি নির্দিষ্ট স্থানে যখন একটি ব্যাংকের কার্যাবলি সম্পাদিত হয়, তাকে কোন ব্যাংক বলে? ক) একমালিকানা ব্যাংক খ) একক ব্যাংক গ) আঞ্চলিক ব্যাংক ঘ) পরিবহন ব্যাংক ১৬. বাণিজ্যিক উদ্দেশ্য বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংককে বলে- ক) কেন্দ্রীয় ব্যাংক খ) বাণিজ্যিক ব্যাংক গ) বিশেষায়িত ব্যাংক ঘ) সমবায় ব্যাংক ১৭. দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার ব্যবসায় নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? ক) বাণিজ্যিক ব্যাংকের খ) কেন্দ্রীয় ব্যাংকের গ) তালিকাভুক্ত ব্যাংকের ঘ) সবগুলোর ১৮. কীসের কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্খিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা দেখা দেয়? ক) ভাগ্যের খ) ব্যবস্থাপনার গ) অনিশ্চয়তার ঘ) ঝুঁকির ১৯. ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা হয় কী? ক) ঋণ ব্যবস্থাপনা খ) শ্রম ব্যবস্থাপনা গ) ঝুঁকি ব্যবস্থাপনা ঘ) অর্থায়ন ব্যবস্থাপনা ২০. মোট মুনাফা থেকে তহবিলের উৎস বাবদ খরচ ও কর বাদ দিলে কী পাওয়া যায়? ক) মোট মুনাফা খ) নিট মুনাফা গ) মোট ক্ষতি ঘ) নিট ক্ষতি ২১. তহবিল সংগ্রহের কাজ সুচারুরুপে সম্পদনের উপায় কী? ক) তহবিলের উৎস সম্পর্কে ধারণা লাভ খ) অভ্যন্তরীণ তহবিলের উৎস সম্পর্কে ধারণা লাভ গ) বহিস্থ তহবিলের উৎস সম্পর্কে ধারণা লাভ ঘ) স্বল্পমেয়াদি অর্থায়ন সম্পর্কে ধারণা লাভ ২২. এফছান একটি টেইলারিং দোকান প্রতিষ্ঠা করতে চায়। দোকানটির জন্যে সে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে যেসব উৎস হতে- র গ্রাহকদের কাছে থেকে সংগৃহীত অনুদান রর ঋণদাতা প্রতিষ্ঠান ররর মালকপক্ষ বা নিজস্ব তহবিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৩. ব্যাংক মালিকের বিনিয়োগ তখনই সার্থক যখন- র. তাদের বিনিয়োগে দেশে উৎপাদন বৃদ্ধি পায় রর. জনগণের উদ্দেশ্যে তারা শেয়ার বিক্রয় করে ররর. তাদের বিনিয়োগে জাতীয় আয় বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক) র ও ররর খ) ও গ) রর ঘ) ররর ২৪. কোম্পানির নিজস্ব মূলধন বলতে বোঝায়- র সাধারন শেয়ার রর অগ্রাধিকার শেয়ার ররর অবন্টীত মুনাফা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৫. ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে অর্থসংস্থান করা হয়- র ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করে রর বাকিতে মালামাল ক্রয় করে ররর ব্যাংক হতে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৬. অধ্যাপক আজিম উদ্দিন ২০০৯ সালের ১ জানুয়ারি সিদ্ধান্ত নিলেন যে, তিনি প্রতি বচরের শেষে ১০,০০০ টাকা করে আগামী ৫ বছর জয়ন্তী ব্যাংক জমা দিবেন। যদি সুদের হার ১২% হয় তাহলে অধ্যাপক আজিম উদ্দিনের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে? ক) ৭০,০৫৭ টাকা খ) ৬৩,৫২৮ টাকা গ) ৬৮,৬৭২ টাকা ঘ) ৬১,০৫১ টাকা ২৭. গ্রাহকের স্বার্থরক্ষা ব্যাংকের জন্য কী? ক) উদ্দেশ্য খ) কর্তব্য গ) মূলনীতি ঘ) দায়িত্ব ২৮. আরমানের স্থানীয় বাজারে একটি শীতবস্ত্র বিতান আছে। যেখানে সে শুধুমাত্র শীতকালী বস্ত্রের কেনা-বেচা করে। শীতের মৌসুমে তার ব্যবসায় থেকে খুব ভালো মুনাফা হয় কিন্তু বাকি সময় সে বসে থাকে। আরমানের ব্যবসায় কোন নীতিটির অভাব পরিলক্ষিত হয়? ক) উপযুক্ততার নীতি খ) তারল্য নীতি গ) উৎপাদনমুখী নীতি ঘ) বৈচিত্র্যায়ন নীতি ২৯. সুদের হার কমলে বিনিয়োগের বাজার মূল্যে কীরূপ প্রভাব পড়ে? ক) বাজারমূল্য কমে যায় খ) বাজারমূল্য বেড়ে যায় গ) বাজারমূল্য স্থিতিশীল থাকে ঘ) বাজারমূল্য অপরিবর্তিত থাকে ৩০. কোনটি বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংক? র. এইচএস বিসি রর. মার্কেন্টাইল ব্যাংক লি. ররর. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লি. নিচের কোনটি সঠিক? ক) ও খ) রর গ) র ও ররর ঘ) ররর ৩১. ‘ঢখ’ নামক প্রতিষ্ঠানটি সম্প্রতি শেয়ার বিক্রয়ের মাধ্যমে ২ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে।‘ঢখ’ প্রতিষ্ঠানের ধরণ কোনটি? ক) একমালিকানা ব্যবসায় খ) অংশীদারি ব্যবসায় গ) কোম্পানি সংগঠন ঘ) সমবায় সমিতি ৩২. একটি প্রতিষ্ঠানের মোট খরচ ধরা হয়- র চলতি খরচকে রর স্থায়ী খরচকে ররর চলতি আয় ও ব্যয়কে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. বিদ্যালয় একটি- র সামাজিক প্রতিষ্ঠান রর অলাভজনক প্রতিষ্ঠান ররর অমুনাফাভোগী প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক? ক) রও রর খ) ররও ররর গ) রও ররর ঘ) র,ররও ররর ৩৪. বিক্রেতার কাছে ক্রয়বিক্রয়জনিত বিলটি কী ধরনের বিল? ক) প্রাপ্য বিল খ) প্রদেয় বিল গ) বিনিময় বিল ঘ) মেয়াদি বিল ৩৫. বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য হল- ক) নিরাপত্তা খ) কর্মসংস্থান সৃষ্টি গ) জনকল্যাণ ঘ) শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন ৩৬. ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হলে কারবারটি কিসের সম্মুখীন হতে পারে? ক) ঋণগ্রস্ত খ) লাভজনক গ) ক্ষতিগ্রস্ত ঘ) দেউলিয়া ৩৭. আদালত কর্তৃক মক্কেলের ওপর কোন অর্ডার জারিন করা হলে ব্যাংক তার মক্কেলের হিসাব সাময়িক বা সম্পপূর্ণভাবে বন্ধ করে দিতে বাধ্য থাকে? ক) ভিসমিস অর্ডার খ) সিক্রেট অর্ডার গ) পারনিশি অর্ডার ঘ) আসসি অর্ডার ৩৮. বাংলাদেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নিত্যনৈমিত্তিক ঘটনা কী? ক) আর্থিক সংকট খ) নীতির সমস্যা গ) কাঁচামালের অপ্রাচুর্জ ঘ) পরিকল্পনার অভাব ৩৯. ব্যাংক ব্যবস্থার পথপ্রদর্শক কোনটি? ক) কেন্দ্রীয় ব্যাংক খ) কেন্দ্র্রীয় ব্যাংকের গভর্নর গ) সরকার ঘ) বিদেশি সংস্থা ৪০. মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎসসমূহ হলো- র লভ্যাংশ সমতাকরণ তহবিল রর অবন্টিত মুনাফা তহবিল ররর সঞ্চিত তহবিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১. যে বিশেষ হিসাব প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যাংক তার গ্রাহকদের জমাকৃত আমানতি অর্থ গ্রহণ করে, অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে এবং লেনদেন ও দেনাপাওনা হিসাব রংরক্ষণ করে তাকে কী বলে? ক) ব্যাংক হিসাব খ) ব্যাংক গ) ব্যাংক পাস বই ঘ) সঞ্চয়ী হিসাব ৪২. সাধারণ জনগণ থেকে ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারে কে? ক) একমালিকানা কারবার খ) অংশীদারি কারবার গ) যৌথ মূলধনী কারবার ঘ) শেয়ারহোল্ডারদের ৪৩. কীসের জন্যে শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা উচিত? ক) স্থায়ী মূলধনের জন্যে খ) চলতি মূলধনের জন্যে গ) স্থায়ী আয়ের জন্যে ঘ) চলতি আয়ের জন্যে ৪৪. “ ঞযব ইধহশবৎ'ং ঈষবধৎরহম ঐড়ঁংব" কত সালে প্রতিষ্ঠিত হয়? ক) ১৮৭৫ সালে খ) ১৬৭৫ সালে গ) ১৭৭৫ সালে ঘ) ১৭৬৫ সালে ৪৫. প্রাইভেট ব্যাংকে পরিচালকের সংখ্যা হলো- র. শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ রর. সর্বনিম্ন ২ জন ররর. সর্বোচ্চ ১২ জন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ৪৬. সায়মন সাহেব একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে চান। উক্ত ব্যবসায় সুষ্ঠভাবে পরিচালনার জন্য তাকে অর্থায়ন ব্যবস্থাপনায় কীরূপ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে? ক) স্বল্পমেয়াদি তহবিল গঠন খ) দীর্ঘমেয়াদি তহবিল গঠন গ) মধ্যমেয়াদি তহবিল গঠন ঘ) তহবিলের উৎস নির্বাচন ৪৭. ‘ভাইস প্রেসিডেন্ট’ কোন ব্যাংকের একটি পদের নাম? ক) সরকারি খ) বেসরকারি গ) স্বায়ত্তশাসিত ঘ) বিশেষায়িত ৪৮. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি? ক) লকার ভাড়া খ) বিমা প্রিমিয়াম গ) শুল্ক ও কর ঘ) নিরীক্ষকের বিল উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * ইমরান সাহেব রূপা ব্যাংক থেকে ১৬% সুদের হারে ১ কোটি টাকা ঋণ নিয়ে একটি ফ্যাক্টরি স্থাপন করেন। বছর শেষে প্রতিষ্ঠানের আয় হলো ১২% । এমতাবস্থায় ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারায় ব্যবসায়টি ব্যর্থ হয়। ৪৯. ব্যাংক মক্কেলের আস্থা অর্জনের জন্য কোন নীতি অবলম্বন করে? ক) সুদের হার বেশি হওয়ায় খ) পরিকল্পনায় ঘাটতি থাকায় গ) সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত না নেয়ায় ঘ) পর্যাপ্ত মূলধনের অভাব হওয়ায় ৫০. সালমা ফ্রিজ কেনার জন্য ব্যাংক থেকে ১৫% সুদে ঋণ নেয় সালমার মূলধন খরচ কত? ক) সুযোগ ব্যয় খ) মূলধনি খরচ গ) উপরি ব্যয় ঘ) প্রতিস্থাপন খরচ সঠিক উত্তর: ১. (ক) ২. (ঘ) ৩. (খ) ৪. (গ) ৫. (ক) ৬. (ক) ৭. (গ) ৮. (ক) ৯. (খ) ১০. (খ) ১১. (খ) ১২. (ক) ১৩. (গ) ১৪. (খ) ১৫. (খ) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (খ) ২১. (ক) ২২. (গ) ২৩. (ক) ২৪. (ঘ) ২৫. (ক) ২৬. (খ) ২৭. (গ) ২৮. (ঘ) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (গ) ৩২. (গ) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (খ) ৩৬. (ঘ) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (ঘ) ৪১. (ক) ৪২. (গ) ৪৩. (ক) ৪৪. (গ) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (খ) ৪৮. (ক) ৪৯. (ক) ৫০. (ঘ)
×