ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্রি চিকিৎসা

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ আগস্ট ২০১৬

ফ্রি চিকিৎসা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শোক দিবস উপলক্ষে শুক্রবার সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরী ও ইনস্টিটিউটে জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি চিকিৎসা কার্যক্রম। ‘ফ্রি চিকিৎসা ক্যাম্পের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বঙ্গবন্ধু হত্যাকা-কে পৃথিবীর নৃশংসতম ও ঘৃণিত ঘটনা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু জীবিত থাকলে আজকের বাংলাদেশ মালয়েশিয়ার চেয়ে উন্নত দেশে পরিণত হতো। কিন্তু বাঙালী জাতির দুর্ভাগ্য, কিছু বিশ্বাসঘাতক জাতির জনককে হত্যা করে দেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা সভাপতিত্ব করেন। এ্যাম্বুলেন্সের উদ্বোধন সংবাদদাতা, রংপুর, ১২ আগস্ট ॥ কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ আট বছর পর শুক্রবার দুপুরে একটি নতুন এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। নতুন এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি। নতুন এ্যাম্বুলেন্স উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা স্থাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাহিদ বানু দিলরুবা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেনÑ জেলা সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল, উপজেলা চেয়ারম্যান মাহাফুজার রহমান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ। দুই স্কুলছাত্রীকে হত্যা এক বছরেও চার্জশীট দেয়নি পুলিশ ॥ শঙ্কিত নিহতদের পরিবার নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১২ আগস্ট ॥ দুই স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার এক বছরেও বিচারের আওতায় আসেনি অভিযুক্তরা। এমনকি আসামিরা জামিনে মুক্তি পেয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় অসহায় নিহতদের পরিবারকে দফায় দফায় হুমকি দিলেও পুলিশের অসহযোগিতার অভিযোগ রয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতদের পরিবার। মামলাটি অন্যদিকে গড়িয়ে নিতে এখনও অভিযোগপত্র জমা দেয়া হয়নি বলে ধারণা মানবাধিকার কর্মীদের। তবে জেলা প্রশাসক লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। ২০১৫ সালের ১৩ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ও হ্যাপীকে অপহরণ করা হয়। এরপর ধর্ষণ শেষে বিষ খাইয়ে তাদের হত্যা করা হয়। এ ঘটনায় প্রথমে পুলিশ পরে অধিকতর তদন্তের দায়িত্ব পায় সিআইডি। কিন্তু এক বছরেও আদালতে চার্জশীট জমা দেয়া হয়নি। মামলার প্রধান আসামি রানা নাগাসীসহ অন্যরা গ্রেফতার হলে জামিনে বেরিয়ে এসে প্রভাবশালীদের আশ্রয়ে অসহায় ওই দুই পরিবারকে দফায় দফায় হুমকি দিচ্ছে। এ বিষয়টি একাধিকবার পুলিশকে জানালেও পুলিশের পক্ষ থেকে কোন সহযোগিতা পায়নি নিহতদের পরিবার। সিআইডি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিহত হ্যাপী ও সুমাইয়ার লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। চলতি বছর ২৭ জানুয়ারি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজা শুভর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। পরে ফরেনসিক রিপোর্টের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এখনও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ফরেনসিক রিপোর্ট আমাদের হাতে আসেনি। যে কারণে তদন্তে বিলম্ব হচ্ছে।
×