ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিয়েবাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ আগস্ট ২০১৬

বিয়েবাড়িতে ডাকাতি

আটক ৫ ডাকাতকে ছাড়িয়ে নিল ইউপি সদস্য সংবাদদাতা, বেড়া, পাবনা, ১২ আগস্ট ॥ পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের নতুন ভারেঙ্গা ক্যানালপাড়া মহল্লায় বৃহস্পতিবার রাতে হকাই সেখের বাড়িতে ডাকাতিকালে গ্রামবাসী ডাকাত সর্দার নাজমুলসহ পাঁচ ডাকাতকে আটক করে। নাজমুল উপজেলার কুশিয়ারা গ্রামের রহম আলীর ছেলে। শুক্রবার সকালে নতুন ভারেঙ্গা ইউপি সদস্য আব্দুর রহিম ডাকাতদের পুলিশে দেয়ার কথা বলে ছাড়িয়ে নিয়ে যান। হকাই সেখ জানান, শুক্রবার ছিল তার মেয়ের বিয়ের দিন। এ উপলক্ষে কিছু সোনার অলঙ্কার বানানো হয়। এছাড়া বাড়িতে আত্মীয়স্বজন ও অনেকে স্বর্ণালঙ্কারসহ আসেন। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার শেষ রাতে ৭-৮ জনের একটি ডাকাত দল সশস্ত্র অবস্থায় তার বাড়িতে হামলা করে। এ সময় ডাকাত দল বাড়ির সবাইকে জিম্মি করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ধাওয়া করে ডাকাত দলের সর্দারসহ পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। শুক্রবার সকালে খবর পেয়ে নতুন ভারেঙ্গা ইউপি সদস্য আব্দুর রহিম ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলকে তিনি নিজে পুলিশে দেবেন বলে ছাড়িয়ে নিয়ে যান। কিন্তু ইউপি সদস্য ডাকাতদের পুলিশে না দেয়ায় এবং তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে থানায় খবর দেয়। শুক্রবার দুুপর ১২টার দিকে বেড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, ইউপি সদস্য ডাকাতদের পুলিশে সোপর্দ না করে কেন ছেড়ে দিয়েছেন সেটি খতিয়ে দেখা হচ্ছে।
×