ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জরিপের ২৮ বছর পরও মেলেনি খতিয়ান ॥ চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ আগস্ট ২০১৬

জরিপের ২৮ বছর পরও মেলেনি খতিয়ান ॥ চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১২ আগস্ট ॥ ভূমি জরিপ কাজ সম্পন্ন হওয়ার ২৮ বছর পেরিয়ে গেলেও মেলেনি ছাপানো পরচা খতিয়ান। ফলে বগুড়ার সান্তাহার ইউনিয়ন ও পৌরসভার পাঁচ মৌজার অর্ধলাখ ভূমি মালিককে চরম হয়রানির শিকার ও সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতি জরুরী প্রয়োজনেও ক্রয়-বিক্রয় করতে পারছে না জমি। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলায় ১৯৮৬ সালে ভূমি জরিপ কাজ শুরু হয়। শেষ হয় ’৮৮ সালে। তখন দেয়া হয় হাতে লেখা মাঠ পরচা খতিয়ান। এদিকে উপজেলার প্রায় সব মৌজার ছাপানো পরচা খতিয়ান দেয়া হলেও অজানা কারণে সান্তাহার ইউনিয়নের উৎরাইল, কায়েতপাড়া, কাশিমিলা ও দমদমা এবং সান্তাহার পৌর এলাকার কলসা মৌজার প্রায় অর্ধ লাখ ভূমি মালিককে এখনও ছাপানো পরচা খতিয়ান দেয়া হয়নি। দীর্ঘ সময় পূর্বে দেয়া হাতে লেখা মাঠ পরচাগুলোর লেখা পড়া যায় না।
×