ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর স্মরণে মুন্সীগঞ্জে ৬ লাখ গাছের চারা রোপণ হচ্ছে আজ

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধুর স্মরণে মুন্সীগঞ্জে ৬ লাখ  গাছের চারা রোপণ হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর স্মরণে একযোগে ছয় লাখ গাছের চারা রোপণ হচ্ছে আজ শনিবার। জেলার প্রতিটি শিক্ষার্থী দুটি করে গাছের চারা রোপণ করবে। এই ব্যতিক্রম কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তাঁর সঙ্গে থাকছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, জেলার সংসদ সদস্যগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা সচিব এবং পরিবেশ সচিবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর উদ্যোক্তা মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তিন বছর ধরে মুন্সীগঞ্জে এ আয়োজন চলমান রয়েছে। এতে নতুন প্রজন্ম যেমন জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে শিখবে, একই সঙ্গে দেশপ্রেম এবং পরিবেশ সম্পর্কে সচেতন হবে।
×