ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় পাকা সেতু খালে

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ আগস্ট ২০১৬

মুন্সীগঞ্জে বাল্কহেডের  ধাক্কায় পাকা  সেতু খালে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় পাকা সেতু ভেঙ্গে খালে পড়ে গেছে। সিরাজদিখান উপজেলার বাসাইল বাজারের দক্ষিণ-পশ্চিম অংশে এই সেতু বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় ধসে যায়। বালুর জাহাজ (বাল্কহেডের) ধাক্কায় ভেঙ্গে পড়েছে। এখন ভাঙ্গা ব্রিজের ওপর আটকা পড়েছে বাল্কহেডটি। এতে ওই খাল দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সেতু ভেঙ্গে পড়ায় খালের দুই প্রান্তের বাসাইল ও গুয়াখোলার হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, বালু ভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় জনগুরুত্বপূর্ণ সেতুটির মাঝ বরাবরে ভেঙ্গে গেছে। এতে করে বাসাইৃল ও গোয়াখোলা এলাকার হাজার হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। তিনি আরও জানান, ব্রিজটি ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাসাইল ও গোয়াখোলা এলাকার হাজার হাজার মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এটি। ব্রিজটি ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি মেরামত কিংবা পুনর্নির্মাণ না করা হলে বাসাইল বাজারে ব্যবসা বাণিজ্যে ধস নামতে পারে বলেও ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেন। এছাড়া স্থানীয়দের নিত্য প্রয়োজনীয় অনেক কাজও ব্যাহত হবে বলে আশঙ্কা করেন বর্তমান ইউপি সদস্য আইয়ুব আলী খান। সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, বাল্কহেডটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
×