ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বুয়েটছাত্র সিয়াম ও নাফিসের বাড়িতে শোকের মাতম

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ আগস্ট ২০১৬

বুয়েটছাত্র সিয়াম ও নাফিসের বাড়িতে শোকের মাতম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সিলেটে বেড়াতে গিয়ে গোসলে নেমে লাশ হয়ে ফিরল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) মেধাবী শিক্ষার্থী মশিউর রহমান সিয়াম। সিয়াম রাজশাহী নগরীর শেখপাড়া এলাকায় পান দোকানদারের ছেলে। তার পরিবারে এখন চলছে শোকের মাতম। বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দিতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় সিয়াম ও সাইদ নাফিস নামের দুই মেধাবী ছাত্র। নাফিসের পরিবার চাকরিসূত্রে রাজশাহীতে বসবাস করেন। তারা দুজনই বুয়েটের যন্ত্রকৗশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। শুক্রবার সিয়ামের লাশ রাজশাহীতে ও নাফিসের লাশ গাইবান্ধায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সিয়ামের বাবার নাম মাহাবুবুর রহমান আলো। তিনি একজন পান দোকানদার। মা রুমা গৃহিণী। তাদের দুই ছেলের মধ্যে সিয়ামই বড়। সিয়াম সাঁতার জানত না। সে জন্য ফোনে তার মা বার বার সতর্ক করে দিয়েছিলেন। শুক্রবার দুপুরে সিয়ামের লাশ বাড়িতে এসে পৌঁছলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। কান্না আর আহাজারিতে শুরু হয় শোকের মাতম। শুক্রবার বাদ আছর হেতেম খাঁ বড় মসজিদে তার জানাজা হয়। এরপরে তাকে হেতেম খাঁ গোরস্তানে দাফন করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার বুয়েট থেকে ১৪ শিক্ষার্থীর একটি দল বেলা সাড়ে তিনটার দিকে সিলেটের বিছানাকান্দি বেড়াতে গিয়েছিলেন। সিয়াম ও নাফিস ওই দলে ছিলেন। বিকেল চারটার দিকে তারা পিয়াইন নদে গোসল করতে নামেন। এ সময় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে ওই দুজন নিখোঁজ হন। পরে এলাকাবাসীর সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
×