ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৪, ১৩ আগস্ট ২০১৬

টুকরো খবর

শোক দিবসে ব্যতিক্রমধর্মী কর্মসূচী চসিকের স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গৃহীত কর্মসূচী অনুযায়ী ১৫ আগস্ট নগরীর ৪০ কিলোমিটার সড়কজুড়ে গড়া হবে মানবপ্রাচীর। এছাড়া চসিক ও কর্পোরেশন পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে থাকছে শোক দিবসের অনুষ্ঠানমালা। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, জাতীয় শোক দিবসে ১৫ আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর শাহ আমানত সেতুর বশিরুজ্জামান গোলচত্বর থেকে বহদ্দারহাট, মুরাদপুর, সিডিএ এ্যাভিনিউ, শেখ মুজিব রোড, কাস্টমস হয়ে এমএ আজিজ সড়কের কাটগড় এবং দেওয়ানহাট থেকে অলঙ্কার এবং ২ নম্বর গেট থেকে বায়েজিদ বোস্তামী সড়ক হয়ে অক্সিজেন ও বহদ্দারহাট থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কজুড়ে খুন, সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে মানবপ্রাচীর কর্মসূচী পালিত হবে। ব্যতিক্রমধর্মী মানবপ্রাচীর কর্মসূচী সফল করার জন্য রাজনৈতিক দল, ক্লাব, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। পানিতে ডুবে শিশুর মৃত্যু সংবাদদাতা, বেড়া, পাবনা, ১২ আগস্ট ॥ বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নের সিংহাসন গ্রামে অন্তর (৪) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে নতুন ভারেঙ্গা ইউনিয়নের রাকসা গ্রামের আবু মুসার ছেলে। স্থানীয়রা জানান, আবু মুসা জাতসাখিনী ইউনিয়নের বন্যাদুর্গত সিংহাসন গ্রামে তার আত্মীয় লুৎফর বিশ্বাসের মৃত্যুতে ওই বাড়িতে বৃহস্পতিবার সপরিবারে আসেন। রাতে জানাজা শেষে দাফন-কাফনে সবাই ব্যস্ত ছিল। এ সময় শিশু অন্তর সবার অজান্তে বাড়ির বাইরে পানিতে পড়ে যায়। তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। রাত ১০টার দিকে তার মৃতদেহ পানিতে ভেসে ওঠে। মাগুরায় সংঘর্ষে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১২ আগস্ট ॥ সদর উপজেলার কালিশংকরপুর গ্রামে বৃহস্পতিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, সদর উপজেলার কালিশংকরপুর গ্রামে উভয়পক্ষ প্রথমে বচসা এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ইয়াবা বহন না করায় স্ত্রীকে ছুরিকাঘাত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ইয়াবার চালান পৌঁছে না দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করেছে পাষ- স্বামী। বৃহস্পতিবার রাতে টেকনাফের হোয়াইক্যং খারাইংগ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় ইসমাইলের পুত্র শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছে। নিজের স্ত্রীকে ইয়াবার বাহক বানাতে মরিয়া হয়ে উঠে সে। স্ত্রী নুর আয়েশা এতে অনীহা প্রকাশ করলে তাকে ছুরিকাঘাতে রক্তাক্ত করে। দুই ছেলের জননী নুর আয়েশাকে টেকনাফ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশালে যুবক আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর ডিসিঘাট এলাকা থেকে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে এক যুবককে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। জানা গেছে, নগরীর ডিসিঘাট এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করার সময় ওই যুবককে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বেশ কিছু ইসলামী বইসহ আপত্তিকর জন্মসনদ ও নাগরিক সনদপত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জন্মসনদে তার নাম উল্লেখ করা হয় ফরহাদ হোসেন (১৮), পিতা হাকিম ডালী, মাতা তাছলিমা বেগম, গ্রাম পালপাড়া, ইউনিয়ন ধুলখোলা, হিজলা, বরিশাল। এছাড়া আটক যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ মিয়ার স্বাক্ষরিত একটি নাগরিক সনদপত্রে ফরহাদ হোসেন, পিতা শাখাওয়াত হোসেন, মাতা ফাতেমা খাতুন এবং ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে কোস্টগার্ডের সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। আটক ফরহাদকে প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করে। রাজশাহীতে গ্রেফতার ৩৮ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে রজব আলী (৪২) নামের এক জামায়াতকর্মীসহ বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) তাদের গ্রেফতার করে। জামায়াতকর্মী রজব আলী নগরীর মতিহারের রনহাট এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। নগরীর মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৬ জন পরোয়ানাভুক্ত আসামি, পাঁচজন মাদক বিক্রেতা। এছাড়া মাদকসেবী ও অন্যান্য রয়েছেন ১৬ জন। শুক্রবার দুপুরে নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন। সাভারে সংঘর্ষে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ আগস্ট ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাভারে আওয়ামী লীগের দলীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা গেছে, বিরুলিয়া ইউনিয়নের সাদুল্যাপুর এলাকার একটি জমিতে বালু ফেলাকে কেন্দ্র করে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ও উপজেলা যুবলীগের সভাপতি সেলিম ম-লের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে সাদুল্যাপুরে ওই জমিতে বালু ফেলে যায় সেলিমের লোকজন। পরে ইউপি চেয়ারম্যান সুজনের সমর্থকরা সেলিম ম-লের বাড়ির সামনে দিয়ে ওই জমিতে যাওয়ার পথে সেলিম ম-লের লোকজন অতর্কিত হামলা করে সুজনের সমর্থকদের ওপর। সিরিজ বোমা হামলা মামলার আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১২ আগস্ট ॥ ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা মামলার আসামি জেএমবি’র সদস্য শামিম ইকবাল সুমনকে (৩০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সুমন মনিরুল ইসলাম মন্টুর ছেলে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, ২০০৫ সালে দেশের ৬৩টি জেলায় একযোগে চালানো সিরিজ বোমা হামলা মামলার আসামি সুমন। সে মেহেরপুর জেলায় বোমা হামলা মামলায় ৩ বছর সাজা ভোগ করে। তবে তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলায় এখনও কোন নাশকতার সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বি’বাড়িয়ায় অপহৃত দুই স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত দুই স্কুলছাত্রীকে নগরীর পাহাড়তলী এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি টিম এ দুই শিক্ষার্থীকে উদ্ধার করে। র‌্যাব সূত্রে জানানো হয়, উদ্ধার হওয়া দুই ছাত্রীর নাম ফাতেমা আক্তার ও সোমা দেবনাথ (১৪)। তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। গত ২৭ জুলাই স্কুলে যাওয়ার পথে অপহৃত হয় এ দুই ছাত্রী। অপহরণকারীরা তাদের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরিশাল সিটি কোর্পোরেশনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় বিসিসি ভবনের দ্বিতীয় তলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় নগরীর কিন্ডারগার্ডেনসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু, জাকির হোসেন, মোশাররফ হোসেন বাদশা, হাবিবুর রহমান টিপু, সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম, বিসিসি নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান, বরিশাল চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক চন্দ্র শেখর রায় প্রমুখ। দক্ষতাবিষয়ক কর্মশালা রাবি সংবাদদাতা ॥ শিক্ষার্থীদের উপস্থাপন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপস্থাপন বিষয়ক কর্মশালা ‘মাস্টার দ্য আর্ট অব প্রেজেন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের গ্যালারিতে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে অর্থনীতি বিভাগ ইংলিশ ক্লাব। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক অনলাইন প্রতিষ্ঠান ‘বিডি ইয়ং স্টারস’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির সরকার, প্রতিষ্ঠাতা পরিচালক তাওফিকুর ইসলাম এবং মাস্টার প্রশিক্ষক হাসান ইমাম রাজ। কর্মশালায় মোট ২১০ শিক্ষার্থী অংশ নেন।
×