ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিশু অধিকার কমিশন গঠন করা হবে ॥ চুমকি

প্রকাশিত: ০৬:৩২, ১৩ আগস্ট ২০১৬

শিশু অধিকার  কমিশন গঠন করা হবে ॥ চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতে শিশু অধিকার কমিশন গঠন করা হবে। এ বিষয়ে নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার রাজধানীর জাতীয় শিশু একাডেমিতে আয়োজিত ‘মিসিং চাইল্ড এ্যালার্টের (এমসিএ) জাতীয় স্টিয়ারিং কমিটির এক সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিশু অধিকার কমিশন গঠন করা হলে শিশুর নানা সমস্যা ও সঙ্কট দূর হবে। সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। আরও বক্তব্য রাখেনÑ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব তাহমিনা বেগম এনডিসি, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক একেএম মাসুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোহাম্মদ আমিনুল ইসলামসহ সাইবেকের গবর্নিং বডি ও বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। প্রতিমন্ত্রী বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুকে সহায়তার জন্য নারী ও শিশু নির্যাতন রোধে ন্যাশনাল হেল্পলাইন ১০৯২১ নম্বর টোল ফ্রি করা হয়েছে। যেকোন নির্যাতিত শিশু ও নারী এই নম্বরে যোগাযোগ করলে সহায়তা পেতে পারে। Ñবিজ্ঞপ্তি
×