ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৬:৩২, ১৩ আগস্ট ২০১৬

ঠাকুরগাঁওয়ে তদন্তের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, অগ্রণী ব্যাংকের অফিসার আফজালুর রহমানের বিরুদ্ধে ঋণ প্রদানে চাঁদাবাজি, অর্থের বিনিময়ে বদলি বাণিজ্য ও নিয়মবহির্ভূতভাবে গ্রাহকদের ঋণ প্রদানসহ অসংখ্য গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ঠাকুরগাঁও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা প্রধান কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ দেয়ার পর তদন্তের নির্দেশ এসেছে। জানা যায়, ব্যাংকের অফিসার আফজালুর রহমান দীর্ঘদিন ধরে দলের ক্ষমতা দেখিয়ে ব্যাংকের ঋণ প্রদানে চাঁদাবাজি, অর্থের বিনিময়ে বদলি বাণিজ্যসহ নানান অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, আফজালুর রহমান ক্ষমতাশালী অফিসার। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ বা অভিযোগ করলেই তাকে বদলি করে দেয়া হয়। ব্যাংকের অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারীকে আফজালুরের দাপটের কাছে জিম্মি ও আতঙ্কিত হয়ে চাকরি করতে হচ্ছে। এছাড়া সরকারের নির্দেশনা থাকলেও আফজালুর রহমানের হুকুমে কোন কৃষককে ব্যাংকের এ শাখায় ১০ টাকায় এ্যাকাউন্ট খুলতে দেয়া সম্ভব হয়নি।
×