ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পৃষ্ঠপোষকতার অভাবে ঈশ্বরদীতে শিল্প-সংস্কৃতি চর্চা ব্যাহত

প্রকাশিত: ০৬:২৮, ১৩ আগস্ট ২০১৬

পৃষ্ঠপোষকতার অভাবে ঈশ্বরদীতে শিল্প-সংস্কৃতি চর্চা ব্যাহত

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ পাশ্চাত্য সংস্কৃতি ও শিল্পের আগ্রাসন এবং বিজ্ঞান ও স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়নের ফলে দেশীয় শিল্প-সাংস্কৃতি অনেকটাই বাধাগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যাত্রা-সার্কাস শিল্প এবং গ্রামাঞ্চলের মঞ্চ নাটক চর্চা ও মঞ্চায়ন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। শহর ও শহর পল্লীতে যাত্রা-সার্কাস শিল্পীদের মঞ্চায়ন ও প্রদর্শন চোখে পড়ে না বললেই চলে। সঠিক পৃষ্ঠপোষকতার অভাব আর পাশ্চাত্য সাংস্কৃতি ও শিল্পের আগ্রাসন এবং বিজ্ঞান ও স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়ন এর মূল কারণ বলে অভিজ্ঞজনরা মনে করেন। একদিকে যাত্রা-সার্কাস শিল্পীরা সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে নানা পেশায় যুক্ত হতে বাধ্য হচ্ছেন। মুখে কুলুপ এঁটে যদিও দু’চারজন এ পেশাকে আঁকড়ে ধরে আছেন তারাও কাক্সিক্ষত পরিবেশ ও পৃষ্ঠপোষকতা না পেয়ে অতিনি¤œপেশায় নামতে বাধ্য হচ্ছেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে যাত্রা-সার্কাস শিল্পীরা হাতিকে বাঁচানো এবং নিজেদের আয়ের জন্য শহর ও গ্রামাঞ্চলের পাড়ায়-মহল্লায় বিভিন্ন কৌশলে কখনও চাঁদাবাজি আবার কখনও সাহায্য তোলার কাজ বেছে নিয়েছেন। বিজ্ঞান ও স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়নের ফলে গ্রামাঞ্চলের মঞ্চনাটক চর্চা ও মঞ্চায়ন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ঘরে ঘরে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব ব্যাপকভাবে বিস্তার লাভ করা এবং ্কম খরচে ইচ্ছামতো উপভোগ করার সুযোগ সৃষ্টি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, নাটক মঞ্চায়নে সামাজিকভাবে পৃষ্ঠপোষকতা নেই বললেই চলে। দীর্ঘ সময় ধরে রাজনীতিতে শিক্ষিতজনদের অনুপস্থিতিতে সাংস্কৃতিমনা ব্যক্তিত্বদের অভাব সৃষ্টি হয়েছে। রাজনীতি ও অর্থ কম শিক্ষিতদের হাতে চলে যাওয়ায় সমাজের সাংস্কৃতিমনা মানুষও কমে গেছে। এসব কারণেই মূলত গ্রামাঞ্চলের মঞ্চ নাটক চর্চা ও মঞ্চায়ন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। যাত্রা-সার্কাস শিল্প এবং গ্রামাঞ্চলের মঞ্চ নাটক চর্চা ও মঞ্চায়নের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে রক্ষার জন্য জরুরীভাবে সঠিক পৃষ্ঠপোষকতা সৃষ্টি করতে সরকারী ও বেসরকারীভাবে এগিয়ে আসতে হবে বলে মনে করেন সাংস্কৃতিমনা সুশীল সমাজ।
×