ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তারেক মাসুদের পঞ্চম প্রয়াণ দিবস আজ

প্রকাশিত: ০৬:২৭, ১৩ আগস্ট ২০১৬

তারেক মাসুদের পঞ্চম প্রয়াণ দিবস আজ

গৌতম পাণ্ডে ॥ চলচ্চিত্রকার তারেক মাসুদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। পাঁচ বছর আগের এই দিনে চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী মৃত্যুবরণ করেন। এই দিনটি বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতিকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করেছে, যে শূন্যস্থান পূরণ হওয়ার নয়। তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে যৌথভাবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি), বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রজন্ম ’৭১। এফএফএসবির সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন জানান, শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আজ বিকেল সাড়ে ৪টায় প্রদর্শন করা হবে তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’, সন্ধ্যা সাড়ে ৬টায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং সন্ধ্যা পৌনে ৭টায় থাকবে আলোচনা। ‘রানওয়ে’ চলচ্চিত্র নিয়ে আলোচনা করবেন চলচ্চিত্র সমালোচক অধ্যাপক আ আল মামুন। আলোচনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, মিশুক মুনীরের সহোদর আসিফ মুনীর, তারেক মাসুদের সহোদর নাহিদ মাসুদ এবং অনল রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। এদিকে তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর, উপজেলা পরিষদ মিলনায়তন ও ফরিদপুর শহরে নানা কর্মসূচী হাতে নিয়েছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, তারেক মাসুদ স্মৃতি কেন্দ্র ও ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা উঠোন। কর্মসূচীর মধ্যে রয়েছেÑ শনিবার সকাল সাড়ে ৯টায় ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের নিয়ে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেল ৪টায় ফরিদপুর শহরের কমলাপুরের রাইট ট্রাক কিন্ডারগার্টেনে তারেক মাসুদের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের ফুটেজনির্ভর প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ (১৯৯৫) নির্মাণের মাধ্যমে চলচ্চিত্রকার হিসেবে তারেক মাসুদ বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বল্পকালীন প্রবাসজীবনে তিনি আবিষ্কার করেন পরিচালক লিয়ার লেভিনের ধারণকৃত ১৯৭১ সালের ফুটেজ, যা তার জীবনের ধারা বদলে দেয়। বহুল জনপ্রিয় এই চলচ্চিত্রটি দেখে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ নিয়ে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তার ভিত্তিতে ভিডিও চলচ্চিত্র ‘মুক্তির কথা’ (১৯৯৯) নির্মিত হয়। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘মাটির ময়না’ (২০০২)। এ চলচ্চিত্রটির মাধ্যমে তারেক মাসুদ আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। চলচ্চিত্রটি ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেস্কি আন্তর্জাতিক সমালোচক পুরস্কারের আওতায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশে নির্মিত সবচেয়ে আলোচিত চলচ্চিত্রে পরিণত হয়। তারেক মাসুদের উল্লেখযোগ্য আরও কয়েকটি চলচ্চিত্র হলোÑ ‘অন্তর্যাত্রা’ (২০০৬), ‘নরসুন্দর’ (২০০৯) এবং ‘রানওয়ে’ (২০১০)। মৃত্যুর অব্যবহিত পূর্বে নির্মীয়মান ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের বিষয়বস্তু ছিল ১৯৪৭ সালের দেশ বিভাগ। তার নির্মিত বাংলাদেশের প্রথম ভিডিও চলচ্চিত্র ‘সোনার বেড়ি’ (১৯৮৫), প্রথম এ্যানিমেশন চিত্র ‘ইউনিসন’ (১৯৯৪) ও প্রথম ডিজিটাল চলচ্চিত্র ‘অন্তর্যাত্রা’। স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও এ্যানিমেশন মিলিয়ে তিনি মোট ১৬টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শূটিংস্পট নির্বাচন করে ফেরার পথে মানিকগঞ্জের ঘিওরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
×