ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোলার চার্জার কার্ট...

প্রকাশিত: ০৬:২৭, ১৩ আগস্ট ২০১৬

সোলার চার্জার কার্ট...

রুয়ান্ডার নিয়াকারুন্ডি নামের এক শরণার্থী উচ্চ ক্ষমতাসম্পন্ন সোলার চার্জার তৈরি করে সাড়া জাগিয়েছে। তার তৈরি চার্জার কার্ট একসঙ্গে ৮০টি মোবাইল ফোন চার্জ করতে পারে। সোলার পাওয়ার চার্জার একটি বাইসাইকেলের সঙ্গে যুক্ত থাকায় বিভিন্ন জায়গায় স্থানান্তর করা যায়। আফ্রিকান রিনিউয়েবল এনার্জি ডিস্ট্রিবিউটরের (এআরএডি) তত্ত্বাবধানে সোলার চার্জারটি তৈরি করা হয়েছে। বর্তমানে রুয়ান্ডাতে এমন ২৫টি সোলার চার্জার চালু রয়েছে। মাত্র এক শ’ ডলার ডাউন পেমেন্ট দিয়ে যে কেউ চার্জার গাড়ি সংগ্রহ করতে পারবে। Ñসিএনএন পর্যটক আকর্ষণে পোকেমন বিশ্বজুড়ে ছোট-বড় অনেকের মধ্যেই ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে এ্যান্ড্রয়েড গেম ‘পোকেমন গো’। জনপ্রিয় এ রিয়েলিটি গেমস ব্যবহার করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যটক আকৃষ্ট করার অভিনব এক পন্থা বেছে নিয়েছে জাপান। এর সঙ্গে আরও ফিচার যুক্ত করে ফুকুশিমাসহ দক্ষিণাঞ্চলীয় চারটি এলাকায় পর্যটক ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে তারা। Ñকিয়োডো নিউজ
×