ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্য সম্পর্কে ভারসাম্য রক্ষা

ভারত ও চীনে বিশেষ দূত পাঠাবেন প্রচণ্ড

প্রকাশিত: ০৬:২৬, ১৩ আগস্ট ২০১৬

ভারত ও চীনে বিশেষ  দূত পাঠাবেন প্রচণ্ড

ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার কঠিন প্রয়াসে নেপালের প্রধানমন্ত্রী প্রচ- উভয় দেশে শীঘ্রই বিশেষ দূত পাঠাবেন। নেপালে প্রভাব বিস্তারের জন্য দুটি দেশ পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছে, আর খোদ নেপাল রাজনৈতিক পরিবর্তনজনিত ঘটনাপ্রবাহ মোকাবেলায় হিমশিম খাচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করতে প্রচ- তার স্বরাষ্ট্রমন্ত্রী বিমলেন্দ্র নিধিকে দিল্লী পাঠানোর জন্য বেছে নিয়েছেন। কাঠমা-ুতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এটিই হবে দুটি দেশের মধ্যে উচ্চপর্যায়ের প্রথম আলোচনা। নেপালের অর্থমন্ত্রী কৃষ্ণ বাহাদুর সাহারা প্রচ-ের বিশেষ প্রতিনিধি হিসেবে চীন সফরে যাবেন। উভয় নেতাই উপপ্রধানমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। নেপালী কংগ্রেস নেতা নিধি তার দল ও মাওবাদীদের মধ্যে জোট গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে স্থানীয়ভাবে ধারণ করা হয়। এ জোটই কেপি শর্মা অলির সরকারকে ক্ষমতাচ্যুত করে। অলি সরকার চীনের পক্ষে ব্যাপক মাত্রায় কাজ করে এবং নেপালে বেজিংয়ের বিনিয়োগের পথ সুগম করে দিয়ে দেশটিতে ভারতের প্রভাব ক্ষুণœ করে দিয়েছে বলে নয়াদিল্লী মনে করে। নিধিই সরকারে থাকা নেপালী কংগ্রেস নেতাদের মধ্যে সবচেয়ে সিনিয়র। সাহারার চীন সফর আরও তাৎপর্যপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাঠমা-ু থেকে প্রাপ্ত খবরে বলা হয়, প্রচ-ের পূর্বসূরী অলি চলতি বছরের প্রথম দিকে চীন সফরকালে দেশটির সঙ্গে সই করেছিলেন এমন সব চুক্তিই বাস্তবায়ন করতে বর্তমান প্রধানমন্ত্রী চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠককালে ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চলতি বছরের শেষ দিকে নেপাল সফর করবেন বলে মনে হয়। নেপালের নতুন সরকার তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে বলে তার কাছে প্রচ- ও সম্ভবত এক বার্তা পাঠাবেন।
×