ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উটাহতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে

প্রকাশিত: ০৬:২৫, ১৩ আগস্ট ২০১৬

উটাহতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার স্বীকার করেন যে, উটাহ অঙ্গরাজ্যে তার প্রচার অভিযান কঠিন পরিস্থিতিতে পড়েছে। অঙ্গরাজ্যটি সাধারণত দলের শক্তিশালী ঘাঁটি। ট্রাম্প কয়েকটি বড় অঙ্গরাজ্যে তার পক্ষে জনসর্থন আদায় করতে অরল্যান্ডোতে রক্ষণশীল খ্রীস্টান ইভানজেলিকালদের প্রতি আহ্বান জানানোর সময় ওই মন্তব্য করেন। ৮ নবেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ওহিও, ফ্লোরিডা ও ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যের ওপরই নির্ভর করবে। ট্রাম্প বলেন, আমরা উটাহতে বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছি। তিনি সেজন্য তার প্রার্থিতাকে কেন্দ্র করে যে মিথ্যা কল্পকাহিনী ছড়িয়ে পড়ছে, তাকে দায়ী করেন। তিনি অসৎ কৌশল অবলম্বনের দায়ে নিউজ মিডিয়াকে বারবার দোষারোপ করেন। তিনি ওরল্যান্ডোতে এক কনফারেন্স রুমভরা ইভানজেলিক্যাল প্যাস্টরদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন।
×