ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মসলা পান-

প্রকাশিত: ০৬:২৩, ১৩ আগস্ট ২০১৬

মসলা পান-

অনেকেই শখ করে পান খান। মসলা পান হলে তো কথাই নেই। তবে যারা শখ করে এটি খান না, পানে অভ্যস্ত হয়ে গেছেন তারা ভালভাবেই জানেন, মসলা পানের স্বাদ। এ জন্য অনেক পান বিক্রেতাই পানের সঙ্গে মসলা দিয়ে পান বিক্রি করেন। ছবির পান বিক্রেতা আবু মোঃ সিদ্দিক ১০ বছর ধরে মসলা পান বিক্রি করছেন। রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। মুখোশ-বিক্রি নানা রঙের নানা ঢঙের মুখোশ বিক্রি করেন সজীব। এর মধ্যে বাঘ, সিংহ, বিড়াল, স্পাইডারম্যানের মুখোশ অন্যতম। সড়কে ঘুরে ঘুরে এইসব খেলনা বিক্রি করেন তিনি। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির উপায় হিসেবে এই ব্যবসা শুরু করেন সজীব। সজীব জানান, একটি মুখোশ বিক্রি করলে তার মাত্র ১০ টাকা লাভ থাকে। রাজধানীর শাহবাগ এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×