ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা রহমতুল্লাহর মৃত্যুতে নৌ-কমান্ডো এ্যাসোসিয়েশনের শোকসভা

প্রকাশিত: ০৬:২২, ১৩ আগস্ট ২০১৬

মুক্তিযোদ্ধা রহমতুল্লাহর মৃত্যুতে নৌ-কমান্ডো এ্যাসোসিয়েশনের শোকসভা

একাত্তরে রণাঙ্গনের বীর নৌ-কমান্ডো, প্রশিক্ষক, সংগঠক গাজী মোঃ রহমতউল্লাহ বীরপ্রতীকের মৃত্যুতে শুক্রবার এক শোকসভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এমদাদ হোসেন মতিন। বক্তব্য রাখেন- কো-চেয়ারম্যান অনিল বরণ রায়, মহাসচিব হাবিবুল হক খোকন, এসএ মজুমদার, নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, সাজেদুল হক চুন্নু, বাবলা প্রমুখ। সভায় একাত্তরের স্বাধীনতাযুদ্ধে রহমতউল্লাহ দাদুর অসামান্য অবদানের কথা স্মরণ করে বলা হয়, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে পাকিস্তানী সাবমেরিন ‘ম্যাঙ্গো’ ত্যাগ করে যে আটজন সাবমেরিনার মুক্তিযুদ্ধে যোগদান করে দেশের স্বাধীনতার জন্য অসীম ত্যাগের নিদর্শন রেখেছেন তাঁদের একজন এই রহমতউল্লাহ দাদু। মুক্তিযুদ্ধে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী নৌ-কমান্ডোদের প্রশিক্ষণসহ যথাযথ উপযুক্ততার সঙ্গে গড়ে তোলার ক্ষেত্রে তিনি যে অতুলনীয় অবদান রেখে গেছেন বাঙালীর সশস্ত্র যুদ্ধের ইতিহাসে তা চিরঅম্লান হয়ে থাকবে। সভায় এই মহান যোদ্ধার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। Ñবিজ্ঞপ্তি
×