ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিরলতম লবস্টার

প্রকাশিত: ০৫:৫৮, ১৩ আগস্ট ২০১৬

বিরলতম লবস্টার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের জেলে নিকারসন। ৩৫ বছর ধরে ম্যাসাচুসেটসের সমুদ্র উপকূলে মাছ শিকার করেন। বিশেষ করে গলদা জাতীয় চিংড়ি ধরে থাকেন তিনি। সোমবার সকালেও গিয়েছিলেন মাছ শিকারে; কিন্তু ভাবতেই পারেননি তার সামনে কী বিস্ময় অপেক্ষা করছে। কারণ জাল ফেলতেই এতে উঠে এলো নীল রংয়ের প্রকা- এক লবস্টার। মাছের রং দেখে প্রথমে ভয় পেয়েছিলেন। পরে জাল থেকে এটি আলাদা করার পর ভাল করে দেখে বুঝতে পারলেন যে এটি আসলে চিংড়ি। কিন্তু নীল রংয়ের চিংড়ি হয়? প্রথমে বিষয়টি তিনি তার স্ত্রী জেন নিকারসনকে জানান। স্ত্রী বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিতেই বিষয়টি স্থানীয় মৎস গবেষকদের নজরে আসে। মৎস্য গবেষকরা বলছেন, নীল রংয়ের চিংড়ি আসলে বিরল। কয়েক লাখ কোটিতেও দেখা যায় না। এখন এই লবস্টারটি প্রদর্শনের জন্য এ্যাকুরিয়ামে রাখা হবে। -বোস্টন গ্লোব অবলম্বনে।
×