ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমি কি রাস্তার লোক? দায়িত্ব নিয়েই কথা বলেছি ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ আগস্ট ২০১৬

আমি কি রাস্তার  লোক?  দায়িত্ব নিয়েই কথা  বলেছি ॥  চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নিজের দেয়া বক্তব্যে অটল রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। ঘুষ ও দামী গাড়ি চাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমি কি রাস্তার লোক? আমি দায়িত্ব নিয়েই কথা বলেছি।’ মন্ত্রণালয় থেকে দেয়া চিঠির উত্তরও যথাসময়ে দেয়া হবে উল্লেখ করে মেয়র বলেন, নৈতিক দায়িত্ব পালনে আমি পিছপা হব না। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চসিক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন তাঁর বক্তব্যের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। কোন্ মন্ত্রণালয়ের কোন্ কর্মকর্তা ঘুষ চেয়েছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমার চিঠিতে থাকবে।’ চসিক মেয়র বলেন, মন্ত্রণালয় থেকে দেয়া চিঠিতে আমার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমি এখনও চিঠিটা দেখিনি। ঢাকা থেকে সকালে ফিরেছি। আজ (শুক্র) ও কাল (শনিবার) অফিস বন্ধ। এরপর অফিসিয়ালি যা করার তা করব। চিঠির উত্তর দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, অফিসিয়াল একটা নর্ম আছে না; ওটা তো অবশ্যই দেব। সাতদিনের মধ্যেই জবাব দেয়া হবে। অভিযোগের পক্ষে প্রমাণ আছে কিনা সে প্রশ্নের জবাবে মেয়র জানান, যে বলেছে সে, যে চাইছে সে, আর কী? প্রশ্নকর্তা সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, এই যে আপনি আর আমি এখন কথা বলছি সেটার কি কোন ... এগুলো চাওয়া মানে তো ...। চসিক মেয়র দৃঢ়তার সঙ্গে বলেন, আমি কি রাস্তার লোক? আমি দায়িত্বশীল লোক, দায়িত্বশীল পদে আছি। চট্টগ্রাম নগরবাসীর দায়-দায়িত্ব আমার। প্রধানমন্ত্রী আমাকে আস্থা নিয়েই তো এ দায়িত্ব দিয়েছেন। চট্টগ্রামের উন্নয়নের দায়িত্বভার প্রধানমন্ত্রীর নিজের, আমার কাজ জাস্ট উনার হয়ে কাজগুলো পালন করা। চসিক মেয়রের এ বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়। বৃহস্পতিবার স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তাঁর এ বক্তব্যের বিষয়টি উঠে আসে। বৈঠক শেষে মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মেয়রের এ বক্তব্যের বিপরীতে ইতোমধ্যেই ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ ব্যাপারে তিনিই এক্সপ্লেইন করবেন। তিনি বলেন, উনি একজন রাজনৈতিক নেতা ও মেয়র। উনার বক্তব্য উনি সেটেল করবেন। ‘হি মাস্ট এক্সপ্লেইন, পরিষ্কার।’ চট্টগ্রাম নগরীর উন্নয়নে দায়িত্ব প্রসঙ্গে মেয়র বলেন, যে দায়িত্ব আমি নিয়েছি তা পালনের চেষ্টা জীবন দিয়ে হলেও করব। মাত্র এক বছর অতিবাহিত করেছি। এখনও কেউ প্রশ্ন উত্থাপন করতে পারেনি। আমার কাছে নগরবাসীর যে প্রত্যাশা তা পূরণ করা আমার নৈতিক দায়িত্ব।
×