ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্যায় পূর্ব ভারতের রাস্তাঘাট বিপর্যস্ত

ত্রিপুরায় সাময়িক জ্বালানি তেল পরিবহনের অনুমতি দেবে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ আগস্ট ২০১৬

ত্রিপুরায় সাময়িক জ্বালানি তেল পরিবহনের অনুমতি দেবে বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হওয়ায় ত্রিপুরায় জ্বালানি তেল পরিবহনে বাংলাদেশের ভূখ- ব্যবহারের অনুরোধ করেছে দেশটি। ভারতের অনুরোধের প্রেক্ষিতে সাময়িকভাবে জ্বালানি তেল পরিবহনের অনুমতি দেবে বাংলাদেশ। সূত্র জানায়, ভারতের অসম ও ত্রিপুরা রাজ্য এখন ভয়াবহ বন্যার কবলে। তবে ত্রিপুরার চেয়ে অসম অঞ্চলেই বন্যায় সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। অসমের সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ত্রিপুরায় জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় মেঘালয় থেকে বাংলাদেশ হয়ে ত্রিপুরায় জ্বালানি তেল সরবরাহের অনুরোধ করেছে ভারত। মানবিক কারণে প্রতিবেশী দেশটির অনুরোধে সাড়া দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মধ্য দিয়ে জ্বালানি পরিবহনের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে এই সমঝোতা স্মারকের খসড়া বাংলাদেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ এখন সেই খসড়া পর্যালোচনা করছে। তবে বাংলাদেশের ভূখ- ব্যবহারের ক্ষেত্রে সাময়িকভাবে অনুমতি দেবে বাংলাদেশ। এই সময় দেড় থেকে দুই মাসের জন্য হতে পারে। অসমের গুয়াহাটি থেকে মেঘালয়ের শিলং হয়ে আবার অসমের বরাক উপত্যকা পেরিয়ে চুরাইবাড়ি সীমান্ত দিয়ে ত্রিপুরায় জ্বালানি পাঠানো হয়। বন্যার কারণে সেখানের অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ভারতের প্রস্তাব অনুযায়ী, জ্বালানি তেলবাহী ট্যাঙ্কলরি অসম থেকে মেঘালয়ে পৌঁছবে। এরপর এসব ট্যাঙ্কলরি মেঘালয়ের ডাউকি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের তামাবিল হয়ে মৌলভীবাজারের চাতলাপুর সীমান্ত দিয়ে ত্রিপুরার কৈলাশহরে পৌঁছবে। জ্বালানি পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশের সড়ক অবকাঠামোর ক্ষতি হলে তার দায়িত্ব নেবে ভারত। এছাড়া প্রস্তাবিত পথের কোন জায়গায় সংস্কারের প্রয়োজন হলে সেটিরও দায়িত্ব নেবে দেশটি। সমঝোতা স্মারকে এসব বিষয় বিস্তারিত উল্লেখ থাকবে। মানবিক কারণে ভারত ত্রিপুরায় জ্বালানি পরিবহনের জন্য বাংলাদেশের ভূখ- ব্যবহারের অনুরোধ জানিয়েছে। শীঘ্রই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে এই অনুরোধে সাড়া পাওয়ার আশা করছে দেশটি। ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক জ্বালানি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) অসম থেকে ত্রিপুরায় জ্বালানি পরিবহন করবে।
×