ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিন কেজির সেই ইলিশটি প্রধানমন্ত্রীকে উপহার দিলেন কোরবান

প্রকাশিত: ০৫:৫০, ১৩ আগস্ট ২০১৬

তিন কেজির সেই ইলিশটি প্রধানমন্ত্রীকে উপহার দিলেন কোরবান

বিশেষ প্রতিনিধি ॥ ভোলার মনপুরার মেঘনা নদীতে বুধবার বিকেলে ধরা পড়া ৩ কেজি ২শ’ গ্রাম ওজনের সেই ইলিশ মাছটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিলেন ক্রেতা কোরবান আলী বেপারী। শুক্রবার সাড়ে বারোটার দিকে তিনি গণভবনে এসে ইলিশ মাছটি প্রধানমন্ত্রীর জন্য প্রদান করেন। গণভবনে এক কর্মকর্তা ইলিশ মাছটি গ্রহণ করেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। বুধবার বিকেলে স্থানীয় জেলে আক্তার মাঝির জালে ধরা পড়ে বড় এই ইলিশটি। ওই দিন সন্ধ্যায় তিনি ৩ কেজি ২শ’ গ্রাম ওজনের ইলিশ মাছটি বিক্রির জন্য রামনেওয়াজ ঘাটে নিয়ে আসেন। ইলিশটি দেখার পর মাছ ব্যবসায়ীসহ উপস্থিত লোকজনের মধ্যে হৈচৈ পড়ে যায়। পরবর্তী সময়ে আলমগীর মেম্বারের আড়তে মাছটি নিয়ে গেলে নিলামে ১২ হাজার ২০০ টাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার জন্য কিনে নেন কোরবান বেপারী। মাছটি কিনেই বৃহস্পতিবার মনপুরা থেকে লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। শুক্রবার দুপুর ১২টার দিকে গণভবনে গিয়ে ইলিশ মাছটি প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে দিয়ে আসেন কোরবান বেপারী। এ ব্যাপারে যোগাযোগ করা হলে গণভবনের একটি নির্ভরযোগ্য সূত্র জনকণ্ঠের কাছে ইলিশ মাছটি গ্রহণের কথা স্বীকার করেন। জানা গেছে, রাজনৈতিকভাবে কোরবান আলী আওয়ামী লীগের সমর্থক এবং ব্যক্তিগতভাবে তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনারও ভক্ত।
×