ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আজ পায়রা বন্দরের কার্যক্রম উদ্বোধন করবেন

প্রকাশিত: ০৫:৫০, ১৩ আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রী আজ পায়রা বন্দরের  কার্যক্রম উদ্বোধন করবেন

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া, পটুয়াখালী থেকে ॥ আজ শনিবার পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করবেন। এর ফলে অবহেলিত দক্ষিণ জনপদে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু হতে যাচ্ছে। মাত্র কয়েক বছর আগের অচেনা, জঙ্গলঘেরা টিয়াখালীর এ জনপদ এখন উন্নয়নের ধারায় অন্তর্ভুক্ত হলো। জাতীয় উন্নয়নের মহাসড়কে শামিল হলো দক্ষিণ জনপদের সাগরপারের কলাপাড়া। দলমত নির্বিশেষ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আজকের এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিল। তারই বাস্তব প্রতিফলন দেখতে পেয়ে মানুষ আজ উদ্বেলিত। শুধু হাইলা-কামলা কিংবা মাছ ধরার মতো খ-কালীন পেশায় নির্ভরশীল এ জনপদের মানুষের কর্মসংস্থানে ১৩ আগস্ট দিনটি মাইলফলক হয়ে থাকছে। কারণ, দক্ষিণাঞ্চলবাসীর ভাগ্যোন্নয়নের দুয়ার খুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। পায়রা বন্দরের আনুষ্ঠানিক যাত্রাকে কেন্দ্র করে কলাপাড়া এখন মুখরিত। এ উপলক্ষে টিয়াখালীর পায়রা বন্দর প্রকল্প এলাকা এখন প্রস্তুত। পায়রা বন্দর ও তার আশপাশে টিয়াখালী নদীতে অন্তত ১১টি লাইটার জাহাজ পণ্য খালাসের অপেক্ষায়। পায়রা বন্দর এবং তৎসংলগ্ন রামনাবাদ এলাকা এখন মুখরিত। বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন সাইদুর রহমান (ট্যাজ), পিএসসি, পিজিএম জানান, আজ বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দরের অপারেশনাল কার্যক্রম উদ্বোধন এবং নামফলক উন্মোচন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি উপস্থিত থাকবেন। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব) রফিকুল ইসলাম বীরউত্তম, নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজাম উদ্দিন (ট্যাজ), সাবেক প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য আলহাজ মাহবুবুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এনডিসি, এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদুল হক ও স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বন্দর সূত্রে জানা গেছে। পায়রা বন্দরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে এখন গোটা কলাপাড়া মুখরিত। ব্যক্তি থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পায়রা বন্দর সংলগ্ন এলাকায় জমিজমা কিনে প্রস্তুতি নিয়েছেন নিজ নিজ ব্যবসার প্রসার করতে।
×