ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও বনদস্যু প্রধান নিহত

প্রকাশিত: ০৫:৪৯, ১৩ আগস্ট ২০১৬

বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও বনদস্যু প্রধান নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ র‌্যাব ও পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে শুক্রবার ভোরে তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজধানীতে মাদক বিক্রেতা, ঝিনাইদহে সন্ত্রাসী এবং সুন্দরবনে বনদস্যু আনারুল বাহিনীপ্রধান আনোয়ারুল ইসলাম নিহত হয়। এ ছাড়া নিখোঁজের সপ্তাহখানেক পর হরিণাকু-ে পুলিশ হত্যা মামলার আসামি এক জামায়াত নেতার লাশ উদ্ধার। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। রাজধানীর কদমতলীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন লিটন (৩৬) ওরফে কুত্তা লিটন নামে এক পেশাদার মাদক বিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে কদমতলী থানার ওয়াসার সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, ৫১০ পিস ইয়াবা, ২৪ শিশি প্যাথেডিন উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। র‌্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জনকণ্ঠকে জানান, নিহত লিটনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ১টি অস্ত্র ও ৯টি মাদক মামলা রয়েছে। এছাড়া ডেমরা, কদমতলীসহ রাজধানীর বিভিন্ন থানায় ডজন খানেকের ওপর মামলা থাকতে পারে। তিনি জানান, লিটন পেশাদার মাদক বিক্রেতা। সে কখনও মোটরসাইকেলযোগে, কখনও গাড়িযোগে মাদক আনত। রাজধানীর বিভিন্ন স্পটে বিক্রি করত। এমনকি তার একাধিক সেলসম্যানও ছিল। অধিনায়ক জাহাঙ্গীর মাতুব্বর জানান, বহুদিন থেকে তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। সে এক জায়গায় বেশিদিন অবস্থান করত না। কখনও ডেমরা, যাত্রাবাড়ী, কাঁচপুর এলাকায় জায়গা বদল করত। জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, শুক্রবার ভোরের দিকে কয়েকটি মোটরসাইকেলযোগে তার সহযোগীদের নিয়ে কদমতলী এলাকার ওয়াসার পানির ট্যাঙ্কের সামনে মাদক কেনাবেচা করছিল। এই খোলা জায়গা মাদক কেনাবেচার জন্য ব্যবহার করে মাদক কারবারিরা। ভোরের দিকে র‌্যাবের একটি টহল দল ওই স্থানে গেলে সেখানে অবস্থানরত ৬-৭ মাদক বিক্রেতা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষায় র‌্যাবও গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে লিটন গুলিবিদ্ধ হন। বাকিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি বিদেশী পিস্তল, ৫১০টি ইয়াবা ও ২৪ এ্যাম্পুল প্যাথেডিন ও একটি অত্যাধুনিক ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। পরে গুলিবিদ্ধ লিটনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব-১০ অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর আরও জানান, তার বিরুদ্ধে মামলায় নিজের ও পিতার বিভিন্ন নাম ব্যবহার করত। বিভিন্ন মামলায় তার পিতার নাম আব্দুর রশিদ। আবার আরেক মামলায় আবুল ও তোতা নাম ব্যবহার করত। খুলনা ॥ সুন্দরবনের বনদস্যু আনারুল বাহিনীপ্রধান আনোয়ারুল ইসলাম ওরফে আনারুল সানা (৪৫) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শুক্রবার ভোরে খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের খড়খড়িয়া নদীর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশী বন্দুক, ৫টি কার্টুজ, দুটি দা উদ্ধার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কয়রা উপজেলার মহারাজপুর এলাকায় অবস্থিত নিজ বাড়ির পাশ থেকে সুন্দরবনের বনদস্যু আনারুলকে আটক করা হয়। আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে সুন্দরবনের অভ্যন্তরে অভিযান শুরু করা হয়। শুক্রবার ভোর ৪টা ৩৫ মিনিটে বনের খড়খড়িয়া নদীর দক্ষিণ পারে পৌঁছলে তার সহযোগী বনদস্যুরা আনারুলকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় আনারুলকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী জানান, নিহত অনারুলের বিরুদ্ধে কয়রাসহ বিভিন্ন থানায় ৬টি ডাকাতি, ১টি খুনসহ ১০টি মামলা রয়েছে। ঝিনাইদহ ॥ হরিণাকু-ুতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম ওরফে পচা (৪০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার ভোরে হরিণাকু-ু উপজেলার ফলশী বটতলা নামকস্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র‌্যাব অস্ত্র, গুলি ও দেশী অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় ২ র‌্যাব সদস্য আহত হয়েছে। এদিকে নিখোঁজের ৭ দিন পর হরিণাকু-ুর পুলিশ হত্যা মামলার আসামি জামায়াত নেতা ইদ্রিস আলী ওরফে পান্নার (৪৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঝিনাইদহের-হরিণাকু-ু-জোড়াদাহ সড়কের ওপর থেকে পুলিশ তার মৃতদেহটি উদ্ধার করে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে পুলিশ জানিয়েছে। গত ৪ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি হরিণাকু-ু উপজেলার রঘুনাথপুর গ্রামের কাওছার আলীর ছেলে।
×