ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তুরস্কে ফিরে যাননি ঢাকায় নিযুক্ত তিন কূটনীতিক

প্রকাশিত: ০৫:৪৯, ১৩ আগস্ট ২০১৬

 তুরস্কে ফিরে যাননি ঢাকায় নিযুক্ত তিন কূটনীতিক

কূটনৈতিক রিপোর্টার ॥ তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় তদন্তের জন্য দেশে ফিরতে বলা হলেও ঢাকায় নিযুক্ত দেশটির তিন কূটনীতিক ফেরত যাননি। ঢাকার তুরস্ক দূতাবাসের এ তিন কূটনীতিক পালিয়েছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তুরস্কের বেসরকারী টিভি চ্যানেল এনটিভিকে তার দেয়া এক সাক্ষাতকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এদিকে তিন মাস পর শুক্রবার ঢাকায় ফিরেছেন তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত দুই কর্মকর্তা নিউইয়র্কে পালিয়েছেন এবং আরও একজন মস্কো হয়ে জাপানে পালিয়ে গেছেন। এসব বিশ্বাসঘাতককে আমরা তুরস্কে ফিরিয়ে আনব। সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনার তদন্তের অংশ হিসেবে তাদের বৃহস্পতিবারের মধ্যে আঙ্কারায় ডাকা হয়েছিল। এর মধ্যে যারা দেশে ফিরতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান কাভুসোগলু। সূত্র জানায়, ঢাকার তুরস্ক দূতাবাসের শার্জ দ্য এ্যাফেয়ার্স আহমেদ গুরবুজ, তৃতীয় সচিব সেমিলেনুর গুরবুজ ও এ্যাটেশে পদে কর্মরত একজন কর্মকর্তা ঢাকা ছেড়েছেন। এ তিন কর্মকর্তাকে বৃস্পতিবারের মধ্যেই তুরস্কে ফিরতে বলা হয়েছিল। এদিকে তিন মাস পর শুক্রবার ঢাকায় ফিরেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক। যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তাকে ঢাকা থেকে প্রত্যাহার করে নিয়েছিল তুরস্ক। তবে শুক্রবার তিনি ঢাকায় ফিরে এসেছেন। তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দুই রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশে দায়িত্বরত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তত ৩০০ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করার কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। গত ১৫ জুলাই রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের ডাকে সাড়া দিয়ে তার সমর্থকরা রাস্তায় নেমে ওই চেষ্টা ব্যর্থ করে দেয়। ওই ঘটনায় অন্তত ২৩৭ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হন। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন তাকে উৎখাতের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেছেন এরদোগান। গুলেনের সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ সেনাবাহিনী, শিক্ষা ও বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রের হাজার হাজার কর্মকর্তাকে বরখাস্ত করেছে এরদোগান সরকার। তাদের অনেককে গ্রেফতারও করা হয়েছে। তবে ব্যর্থ সামরিক অভ্যুত্থান এরদোগানের সাজানো নাটক বলে পাল্টা অভিযোগ করে ঘটনার নিন্দা জানিয়েছেন স্বেচ্ছা নির্বাসনে থাকা তারই এক সময়ের রাজনৈতিক বন্ধু গুলেন।
×