ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নইলে সৌদি বাজার বন্ধ

স্বচ্ছতার ভিত্তিতে কর্মী নিয়োগ করতে হবে

প্রকাশিত: ০৫:৪৮, ১৩ আগস্ট ২০১৬

স্বচ্ছতার ভিত্তিতে কর্মী নিয়োগ করতে হবে

ফিরোজ মান্না ॥ বাংলাদেশ থেকে জনশক্তি রফতানিকারকদের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ কর্মী নিয়োগ করবে। তবে এক্ষেত্রে সরকারের কঠোর নিয়ন্ত্রণ থাকবে। জনশক্তি রফতানিকারকরা সৌদি থেকে চাহিদাপত্র নিয়ে আসবে। সেই চাহিদাপত্র মন্ত্রণালয় যাচাই-বাছাই করে অনুমোদন দেয়ার পর কর্মী পাঠাতে পারবে সংশ্লিষ্ট জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান। বেশকিছু নিয়ম বেঁধে দিয়েই সৌদি কর্তৃপক্ষ বাজারটি খুলে দিয়েছে। স্বচ্ছতার ভিত্তিতে কর্মী নিয়োগ করতে হবে। তা না হলে আবার বাজারটি হারাতে হবে। এদিকে দেশটিতে বর্তমানে অর্থনৈতিক দুর্দিন চলছে। দেশটির প্রধান রফতানি পণ্য জ্বালানি তেলের দাম অনেক কমে যাওয়ার পর থেকে সেখানে বহু কর্মী বেকার জীবনযাপন করছেন। এ অবস্থায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়টি রহস্যের মধ্যে পড়েছে। তাহলে কি সৌদি কর্তৃপক্ষ অন্য কোন দেশ থেকে কর্মী পাচ্ছে না বলেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করছে। এমন প্রশ্ন তুলেছেন জনশক্তি রফতানি কারকদের অনেকেই। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সৌদি আরবে আবার বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। দীর্ঘদিন বাজারটি বন্ধ থাকায় জনশক্তি রফতানির হার নিম্নমুখী হয়ে পড়েছিল। দেশের জনশক্তি রফতানির জন্য সৌদি আরবই সবচেয়ে বড় বাজার। এখন দুই দেশের কর্তৃপক্ষ ঠিক করবে কিভাবে দেশটিতে কর্মী পাঠানো হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা সৌদি বাজার খুলে যাওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, সত্যিই এটা একটা বড় খবর। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে সৌদি আরব সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে সৌদি আরব সফররত প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে সৌদি সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। শীঘ্রই বাংলাদেশ থেকে কর্মী পাঠানো যাবে। কর্মী নিয়োগের বিষয়টি যেহতু নীতিগত সিদ্ধান্তে চলে এসেছেÑ এখন শুধু কিছু আনুষ্ঠানিকতা বাকি। এটা হয়ে গেলেই বাংলাদেশ থেকে আবার কর্মী নিয়োগ শুরু করবে সৌদি কর্তৃপক্ষ। এ আনুষ্ঠানিকতাগুলো পূরণ করতে অল্প কয়েক দিন সময় লাগবে। কিছু শর্তসাপেক্ষে কর্মী নিয়োগ করবে দেশটি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে কর্মী নিযোগের বিষয়টি চূড়ান্ত করবে বলে জানানো হয়েছে। গত বুধবার সৌদি সরকার কর্মী নিয়োগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ থেকে সবধরনের কর্মী নিয়োগ করার ঘোষণা দিয়েছে। তবে অর্থনৈতিক মন্দায় থাকা সৌদি আরবের এ সিদ্ধান্তে বাংলাদেশের কতটা লাভ হবে, সে বিষয়ে কেউ নিশ্চিত নন।
×