ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জঙ্গীদের পক্ষে কালো কোট পরে আদালতে দাঁড়াবেন না ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৩, ১২ আগস্ট ২০১৬

জঙ্গীদের পক্ষে কালো কোট পরে আদালতে দাঁড়াবেন না ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক আইনজীবীদের উদ্দেশে বলেছেন, জঙ্গীদের পক্ষে কালো কোট পরে দাঁড়াবেন না। তাহলে জনগণ ধিক্কার দেবে বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আইনজীবী সমিতি এ সভার আয়োজন করে। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় সম্পর্কে তিনি বলেন, আমি সাব-জুডিস বিষয়ে কথা বলি না। আমরা আপীল বিভাগে লিভ টু আপীলের জন্য একটি আবেদন করেছি। তবে একটা বিষয় নিশ্চয়তা দিতে পারি, আমরা অবশ্যই ৭২ এর সংবিধানে ফিরে যাব। তিনি আরও বলেন, বাংলাদেশ না থাকলে আমাদের কারও অস্তিত্ব থাকবে না। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, বিচারপতি মুনসুরুল হক চৌধুরী, সুপ্রীমকোর্ট বারের সাবেক সভাপতি এএফএম মিসবাহ উদ্দিন, সাবেক সম্পাদক নুরুল ইসলাম সুজন, শ ম রেজউল করিম ও ঢাকা ইউনিভার্সিটি ল’ ইয়ার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী আহমেদ খোকন প্রমুখ।
×