ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রেনেড হামলা মামলার রায় সেপ্টেম্বরে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫১, ১২ আগস্ট ২০১৬

গ্রেনেড হামলা মামলার রায় সেপ্টেম্বরে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় দুই মাসের মধ্যে হবে বলে সংসদীয় কমিটিকে আশা দিয়েছেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় আলোচিত এ মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ বিএনপির কয়েকজন নেতাও আসামি। বিএনপি আমলে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার পর ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে সিআইডি অভিযোগপত্র দেয়ার পর বিচার শুরু হয়। এরপর অধিকতর তদন্ত পেরিয়ে বর্তমানে ঢাকার এক নম্বর দ্রুতবিচার আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। গত ৯ আগস্ট তদন্ত কর্মকর্তা ফজলুল কবীরকে জেরা শেষ হয়েছে। অধিকতর তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দের জবানবন্দী ও জেরা শেষ হলে সাক্ষ্যগ্রহণের ইতি টানা হবে বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানিয়েছেন। এরপর যুক্তিতর্ক শুনানি শেষে হবে রায়। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ মামলাটি আলোচনায় ওঠার পর আইনমন্ত্রী সেপ্টেম্বরে রায়ের আশা দেন বলে সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির একটি অনুশাসন রয়েছে প্রত্যেক মাসে গ্রেনেড হামলা মামলার অগ্রগতি অবহিত করতে হবে। সে হিসাবে আইনমন্ত্রী এই বৈঠকে জানিয়েছেন, মামলার ২২৪তম সাক্ষীর জেরা চলছে। দুজনের বাকি রয়েছে। কবে নাগাদ রায় হতে পারে- এ প্রশ্নে তিনি বলেন, এখন তো আগস্ট মাস; আশা করছি সেপ্টেম্বরে হবে... আইনমন্ত্রী কমিটিকে বিষয়টি জানিয়েছেন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। হামলায় গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
×