ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে এক ব্যক্তি খুন ॥ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৮:৩১, ১২ আগস্ট ২০১৬

রাজধানীতে এক ব্যক্তি খুন ॥ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরখানে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। টিকাটুলিতে বাসচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তেজগাঁও ও কাফরুলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে দক্ষিণখান এলাকা থেকে তেইশ পিস ইয়াবাসহ রাশিদা নামে এক নারী ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মিরপুরে সুপার শপ ‘ঢাকা বাজার’কে জরিমানা করা হয়েছে এপিবিএনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর উত্তরখান থানাধীন কাঁচপুরা বেপারিপাড়ার একটি ডোবা থেকে অজ্ঞাত (৪০) পরিচয় এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার হয়েছে। বুধবার রাত ১টার দিকে পুলিশ ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ॥ রাজধানীর সূত্রাপুরে টিকাটুলিতে বাসচাপায় জামাল হোসেন বেপারি (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়। নিহতের বন্ধু মোয়াজ্জেম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে তারা দুজন মোটরসাইকেলে করে নবাবপুর যাচ্ছিলেন। এ সময় রাজধানী সুপার মার্কেটের সামনে পেছন থেকে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। পরে বাসটি জামালের মাথার ওপর দিয়ে চালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর তেজগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে সবুজ মিয়া (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম আবুল কাশেম। গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার। নিহতের সহকর্মী লেবু মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তেজগাঁওয়ের একটি ভবনে কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে যায় সবুজ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারী ইয়াবা বিক্রেতা গ্রেফতার ॥ রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তেইশ পিস ইয়াবাসহ রাশিদা বেগম (৩৫) নামে এক নারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ দুই হাজার সাত শ’ টাকা উদ্ধার করা হয়।
×