ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্যামলী পরিবহনের চলন্ত বাসে নারীর যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৮:২৪, ১২ আগস্ট ২০১৬

শ্যামলী পরিবহনের  চলন্ত বাসে নারীর যৌন  হয়রানির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ শ্যামলী পরিবহনের চলন্ত বাসে এক নারীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষা, শ্রম, বন ও পরিবেশ রক্ষা সোসাইটি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আয়োজক সংগঠনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রানা অভিযোগ করে বলেন, গত ৩ আগস্ট তিনি শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-৫৫৮১) চট্টগ্রাম যাচ্ছিলেন। তিনি যে সিটে বসে ছিলেন তার ডান পাশের সিটে বসে ছিলেন একজন নারী। গাড়িটি কুমিল্লা পার হওয়ার পর গাড়ির সুপারভাইজার পাশের সিটে বসে থাকা নারীকে যৌন হয়রানি করেন। এ সময় তিনি বাধা দিলে বাসের সুপারভাইজার তাকে অপদস্থ করেন। তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে বাস চালককে বিষয়টি জানালে চালক কর্ণপাত না করে বাস চালাতে থাকেন। এক সময় তিনি বাস থেকে নামতে চাইলে তাকে নামতে দেয়া হয়নি। তাকে পাহাড়ের ঢলে নিয়ে গিয়ে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এ সময় তিনি গুরুতর জখম হন এবং তার সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেয়া হয়।
×