ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিলেটে মুহিত মানুষ সচেতনভাবে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে সরে এসেছে

প্রকাশিত: ০৮:২২, ১২ আগস্ট ২০১৬

সিলেটে মুহিত মানুষ সচেতনভাবে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে  সরে এসেছে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বৃহস্পতিবার বিকেলে নগরীর রেজিস্ট্রি মাঠে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এখন আমাদের আচরণের পরিবর্তন হয়েছে, গাছ কাটাসহ পরিবেশ ধ্বংসকারী কর্মকা- থেকে মানুষ সচেতনভাবে সরে এসেছে। এতে করে বাংলাদেশে বনভূমির পরিমাণ বেড়েছে।’ তিনি বলেন, ‘দেশের মোট জমির ৯ শতাংশ ছিল বনভূমি। অনেকে ভবিষ্যতবাণী করেছিলেন, ১৫ কোটি মানুষের এই দেশে বনাঞ্চল বাড়ানোর কোন সুযোগ নেই। সেই ভবিষ্যতবাণী ব্যর্থ করে দিয়ে আমরা ইতোমধ্যে ১৭ শতাংশে পৌঁছেছি।’ আমাদের এখন লক্ষ্যমাত্রা ২০ শতাংশ। অচিরেই এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তিনি প্রত্যেককে আগামী এক সপ্তাহের মধ্যে ৩টি করে গাছের চারা লাগানোর আহ্বান জানিয়ে বলেন, এতে পরিবেশ উন্নত হবে, পরিবেশ ও বাসা-বাড়ির সৌন্দর্য বাড়বে এবং রুচির পরিবর্তন ঘটবে।
×