ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোমেশ্বরী নদী

প্রকাশিত: ০৬:৪৬, ১২ আগস্ট ২০১৬

সোমেশ্বরী নদী

ভারতের মেঘালয় রাজ্যের গাড়ো পাহাড় থেকে সৃষ্ট এ নদী মেঘালয়ের বাগমারা বাজার হয়ে রানিখং পাহাড়ের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। জনশ্রুতি আছে সোমেশ্বর পাঠক নামে এক সিদ্ধপুরুষ এ অঞ্চলে রাজ্য প্রতিষ্ঠার পর থেকে নদীটি সোমেশ্বরী নাম লাভ করে। টংক আন্দোলনের স্মৃতিসৌধ সোমেশ্বরী নদী পার হয়ে কিছু দূর এগোলেই চোখে পড়বে এ স্মৃতিসৌধ। ১৯৪৬-৫০ সালে কমরেড মণি সিংহের নেতৃত্বে পরিচালিত টংক আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত এ স্মৃতিসৌধ। প্রতিবছর ৩১ ডিসেম্বর কমরেড মণি সিংহের মৃত্যু দিবসে এখানে তিন দিনব্যাপী মণিমেলা নামে লোকজ মেলার আয়োজন করা হয়।
×