ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোরহান উদ্দীন

নীল জলের জনপদ সুসং দুর্গাপুর

প্রকাশিত: ০৬:৪৫, ১২ আগস্ট ২০১৬

নীল জলের জনপদ  সুসং দুর্গাপুর

অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক দর্শনীয় স্থান। ভ্রমণপিয়াসীদের নিয়ে যাব এমনি একটি জনপদে। সুসং দুর্গাপুর নেত্রকোনা জেলার উত্তর প্রান্তে গাড়ো পাহাড়ের পাদদেশের এক জনপদের নাম। দিগন্ত ছুঁয়েছে অবিন্যস্ত সবুজ পাহাড়ের সারিতে আর বুক চিরে বয়ে গেছে স্বচ্ছ টলটলে নীল জলের নদী সোমেশ্বরী। সোমেশ্বর পাঠক নামের এক ধর্মযাজক দুর্গাপুরে সুসং রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। এ জন্য জায়গাটি সুসং দুর্গাপুর নামে পরিচিত। বাংলাদেশের এক মাত্র সাদা রঙের চীনা মাটির পাহাড়ের অবস্থানও এখানেই। প্রাকৃতিক সৌন্দর্যকে ছাপিয়ে উঠে এ জনপদের মানুষের নানা সংগ্রাম আর বীরত্বের ইতিহাস। টংক আন্দোলন হাজং বিদ্রোহ তেভাগা আন্দোলন, ভারত উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রখ্যাত নেতা কমরেড মণি সিংহ, হাজং মাতা রাশ মনি আর কুমুদিনী হাজংয়ের বীরত্বের স্মৃতিবিজড়িত এই সুসং দুর্গাপুরে।
×