ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেনাপোলে ৫০ হাজার ইউএস ডলার জব্দ

প্রকাশিত: ০৬:১৮, ১২ আগস্ট ২০১৬

বেনাপোলে ৫০ হাজার ইউএস ডলার জব্দ

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস হাউসের তল্লাশি কেন্দ্র থেকে ৪১ লাখ টাকা মূল্যের ৫০ হাজার ইউএস ডলার জব্দ করেছে কাস্টস সদস্যরা। তবে এসময় কোন মুদ্রা পাচারকারী আটক হয়নি। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে ভারতফেরত পাসপোর্টধারী এক যাত্রীর ব্যাগ থেকে এ বৈদেশিক মুদ্রার চালানটি জব্দ করা হয়। কাস্টমস সূত্রে জানা যায়, একটি কালো ব্যাগে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার হবে, এমন খবরের ভিত্তিতে তারা যাত্রীদের ব্যাগ নজরদারিতে রাখে। একপর্যায়ে দুপুরে ভারতফেরত কয়েকজন যাত্রীর ব্যাগ স্ক্যানিং করা হয়। এ সময় একটি কালো ব্যাগ থেকে ৫০ হাজার ইউএস ডলার পাওয়া যায়। কাস্টমস সদস্যদের নজর এড়িয়ে কৌশলে পালিয়ে যায় মুদ্রা পাচারকারী।
×