ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৫ আগস্ট বঙ্গবন্ধু মেডিক্যালে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা

প্রকাশিত: ০৬:১৮, ১২ আগস্ট ২০১৬

১৫ আগস্ট বঙ্গবন্ধু মেডিক্যালে বিনামূল্যে বিশেষজ্ঞ  চিকিৎসা

জাতির পিতার ৪১তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের বহির্বিভাগে ১৫ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন। সম্মানিত রোগীদের উক্ত চিকিৎসাসেবা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান ইতোমধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচী বাস্তবায়নের জন্য পরিচালকসহ (হাসপাতাল) সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত বছর জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ৬৩৮৭ রোগীকে চিকিৎসাসেবা দিয়েছিলেন। এবছরও প্রায় ১০০ কক্ষে দু’ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন। Ñবিজ্ঞপ্তি
×