ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পঞ্চম দিনে উজ্জ্বল ব্রিটেন

প্রকাশিত: ০৫:৫৪, ১২ আগস্ট ২০১৬

পঞ্চম দিনে উজ্জ্বল ব্রিটেন

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১২ অলিম্পিকের আয়োজক ছিল ইংল্যান্ড। চার বছর আগে চমকপ্রদ এক আসরের আয়োজন করে বিশ্বকে রীতিমতো চমকেই দিয়েছিল তারা। সেই সঙ্গে অলিম্পিকের ইতিহাসে পদক জয়ের ক্ষেত্রেও ঘরের মাঠের অলিম্পিককে চিরদিন মনে রাখবে ইংলিশদের গর্বের নগরী লন্ডন। তবে রিও অলিম্পিকের শুরুতে নিষ্প্রভ ছিল ইংল্যান্ড। কিন্তু পঞ্চম দিনে এসেই যেন বাজিমাত করল গ্রেট ব্রিটেনের এ্যাথলেটরা। বুধবার দুটি স্বর্ণপদক ছাড়াও মোট ছয়টি পদক জয়ের স্বাদ পায় তারা। এর ফলে রিও অলিম্পিকে ইংলিশদের সোনা জয়ের সংখ্যা হলো ৩। এছাড়া সমান তিনটি রৌপ্য এবং ছয়টি ব্রোঞ্জপদক জিতেছে গ্রেট ব্রিটেন। পঞ্চম দিন পর্যন্ত রিও অলিম্পিকে তাদের জয়ী মোট পদক সংখ্যা ১২। অবস্থান নবম স্থানে। যেখানে সমান ১১ স্বর্ণ ও রৌপ্য এবং ১০ ব্রোঞ্জ নিয়ে মোট ৩২ পদক নিয়ে পদক জয়ের তালিকায় সবার উপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বমোট ২৩ এবং ১৮ পদক নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে যথাক্রমে এশিয়ার পরাশক্তি চীন ও জাপান। রিও অলিম্পিক থেকে ব্রিটেনকে এবার প্রথম স্বর্ণ উপহার দেন এ্যাডাম পিয়েটি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নিজের গড়া রেকর্ডকে ভেঙ্গেই স্বর্ণ জয়ের স্বাদ পান তিনি। পিয়েটির পর ব্রিটেনকে দ্বিতীয় স্বর্ণ জেতান জো ক্লার্ক। কায়াক কে১ ফাইনালে স্বর্ণপদক জিতেন তিনি। তবে এই ইভেন্ট শুরুর আগে কিন্তু মোটেই ফেবারিট ছিলেন না ক্লার্ক। কেননা তৃতীয় হয়ে কায়াক কে১ এর জন্য মনোনীত হয়েছিলেন তিনি। অথচ ফাইনালেই বাজিমাত করলেন ২৩ বছরের এই খেলোয়াড়। সেøাভেনিয়ার পিটার কাওসারের চেয়েও ০.১৭ সেকেন্ড আগে লড়াই শেষ করেন তিনি। সেই সঙ্গে ক্যাম্পবেল ওয়ালশের পর প্রথম ব্রিটিশ হিসেবে এই স্বর্ণপদক জিতেন তিনি। ওয়ালশ ২০০৪ সালে এ্যাথেন্সে এই পদক জিতেছিলেন। এবার ব্রিটেনকে স্বর্ণ উপহার দিয়ে দারুণ সন্তুষ্ট ক্লার্ক। পিয়েটি-ক্লার্কের পর ব্রিটেনকে তৃতীয় স্বর্ণ উপহার দেন জ্যাক লাফার এবং ক্রিস মিয়ার্স। বুধবার ৩ মিটার সিনক্রোনাইজ স্প্রিংবোর্ডে আমেরিকা এবং চীনের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ব্রিটেনকে স্বর্ণপদক জেতান তারা। জ্যাক লাফার এবং ক্রিস মিয়ার্সের পয়েন্ট হলো ৪৫৪.৩২। এই ইভেন্টে রৌপ্যজয়ী আমেরিকার সাম ডোরম্যান এবং মাইক হিক্সনের পয়েন্ট ৪৫০.২১ আর ব্রোঞ্জ জেতা চীনের কাও ইউয়ান ও কিন কাইয়ের পয়েন্ট ৪৪৩.৭০।
×