ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪৮ বছর পর...

প্রকাশিত: ০৫:৫৪, ১২ আগস্ট ২০১৬

৪৮ বছর পর...

স্পোর্টস রিপোর্টার ॥ অলিম্পিকের ১০০ মিটার ফ্রি-স্টাইলে স্বর্ণপদক জিতলেন তরুণ প্রতিভাবান সাঁতারু কাইল চালমার্স। সেই সঙ্গে নতুন এক মাইলফলকও স্পর্শ করলেন তিনি। ১৯৬৮ সালের পর এবারই প্রথম এই ইভেন্টে অস্ট্রেলিয়াকে স্বর্ণপদক উপহার দিলেন তিনি। তার আগে সর্বশেষ অলিম্পিকের ১০০ মিটার ফ্রি-স্টাইলে অস্ট্রেলিয়াকে স্বর্ণপদক উপহার দিয়েছিলেন মাইক ওয়েনডেন। অভিষেক অলিম্পিকে পুলে নেমেই প্রায় অর্ধশতাব্দী পর অস্ট্রেলিয়াকে এই ইভেন্টে স্বর্ণপদক জেতালেন চালমার্স। এতে দারুণ রোমাঞ্চিত চালমার্স। সেই সঙ্গে এই মুহূর্তে পাদপ্রদীপের আলোতেও অবস্থান তার। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নাথান আদ্রিয়ানই যেমন জানালেন, অস্ট্রেলিয়ান ট্রায়ালে দ্বিতীয় হওয়ার আগে কখনও তার নামই শুনেননি তিনি। চলতি বছরের শুরুতেই স্কুল কার্নিভালে ঝড় তুলেছিলেন কাইল চালমার্স। রিও অলিম্পিকে ৪৭.৫৮ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেন। রিও অলিম্পিকের পঞ্চম দিনের এই ইভেন্টে ৪৭.৮০ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে রৌপ্য জিতেছেন বেলজিয়ামের পিটার টিমার্স। আর লন্ডন অলিম্পিকের স্বর্ণ জয়ী আমেরিকান সাঁতারু নাথান আদ্রিয়ান ৪৭.৮৫ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করায় ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হলো। মাইক ওয়েনডেনের পর গত চার দশকেরও বেশি সময়ে ১০০ মিটার ফ্রি স্টাইলে অস্ট্রেলিয়ার তিন সাঁতারু রৌপ্যপদক জিতেছেন। ১৯৮৪ সালে মার্ক স্টোকওয়েল, ২০০৮ সালে ইয়ামোন সুলিভান এবং সর্বশেষ লন্ডন অলিম্পিকে রৌপ্য জিতেন জেমস মেগনুসেন। কিন্তু মাইক ওয়েনডেনের পর কাইল চালমার্সই প্রথম সাঁতারু হিসেবে এই ইভেন্ট থেকে অস্ট্রেলিয়াকে স্বর্ণ উপহার দিলেন। এদিকে অলিম্পিকের ইতিহাসে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে কাজাখস্তানকে প্রথম স্বর্ণ জেতালেন দিমিত্রি বালানদিন। ইতিহাস গড়ে গর্বিত বালানদিন, ‘কাজাখস্তানের হয়ে প্রথম স্বর্ণ জিতে ইতিহাস গড়তে পেরে আমি খুবই গর্বিত।’ রিও অলিম্পিকের পঞ্চম দিনে ২ মিনিট ০৭.৪৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। এই ইভেন্টে রৌপ্য জিতেছেন আমেরিকার জোশ প্রেনোট আর ব্রোঞ্জ নিয়েছেন রাশিয়ার এ্যান্টন চুপকোভ।
×