ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বর্ণ জিতে ইতিহাস পতাকাহীন ফিহেদের

প্রকাশিত: ০৫:৫৩, ১২ আগস্ট ২০১৬

স্বর্ণ জিতে ইতিহাস পতাকাহীন ফিহেদের

স্পোর্টস রিপোর্টার ॥ এবার অলিম্পিক থেকে নিষিদ্ধ হয়েছে কুয়েত। দেশের ক্রীড়াক্ষেত্রে সরকারের সরাসরি হস্তক্ষেপ থাকার অভিযোগে এবার দেশটিকে রিও অলিম্পিকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সে কারণে দেশটির অভিজ্ঞ মার্কসম্যান ৪৯ বছর বয়সী ফিহেদ আল দিহানি অলিম্পিকে অংশ নিয়েছেন নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে। নতুন ইতিহাস গড়েছেন পতাকাহীন এ্যাথলেট হিসেবে পুরুষদের ডাবল ট্র্যাপ ইভেন্টে স্বর্ণপদক জিতে। অলিম্পিকের ইতিহাসে এর আগে কোন দেশের পতাকাতলে না থেকে কোন এ্যাথলেট স্বর্ণপদক জিততে পারেননি। নতুন এই ঘটনার জন্ম দিলেন ফিহেদ। উল্লেখ্য, রিও অলিম্পিকে এবার ৯ ক্রীড়াবিদ নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন। ফিহেদ আল দিহানি এখনও একজন সামরিক কর্মকর্তা। তবে অলিম্পিকে একজন দক্ষ ও বিখ্যাত মার্কসম্যান হিসেবে ইতোমধ্যেই তিনি সুনাম কামিয়েছেন। ২০০০ সালে নিজের দ্বিতীয় অলিম্পিকে অংশ নিয়েই সিডনিতে ব্রোঞ্জ জয় করে দেশের পক্ষে ইতিহাস সৃষ্টি করেছিলেন। সেটিই ছিল কোন কুয়েতী ক্রীড়াবিদের অলিম্পিকে পদক জয়ের প্রথম ঘটনা। গত অলিম্পিকেও লন্ডনে পেলেন ব্রোঞ্জ। এবার দেশের পক্ষে অংশ নিতে না পেরেই যেন বড় চ্যালেঞ্জ ছিল। সে কারণেই লক্ষ্যভেদে হলেন আরও নিখুঁত, হারিয়ে দিলেন ইতালির মার্কো ইনোসেন্টিকে। ডাবল ট্র্যাপের ফাইনালে স্বর্ণ জয়ের পর ফিহেদ বলেন, ‘এটা অবশ্যই আমার দেশের জন্য এবং সেই সব মানুষদের জন্য যারা চাননি আমরা এ অলিম্পিকে অংশ নেই। আমি তাদের এখন দেখাতে চাই আমরা আছি এবং পদকও জিততে পারি।’ এর আগে নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে পদক জয়ের ঘটনা থাকলেও স্বর্ণ জিততে পারেননি কোন দেশের প্রতিনিধি না হয়ে অলিম্পিকে অংশ নিয়ে। তবে ১৯৯২ সালের বার্সিলোনা অলিম্পিকে দুই নিরপেক্ষ শূটার রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছিলেন। নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে পদক জয়ের সেটাই ছিল শেষ ঘটনা। এ কারণেই পদক নেয়ার সময় পোডিয়ামে দাঁড়িয়ে অভিজ্ঞ মার্কসম্যান হয়েও আবেগ ধরে রাখতে পারেননি ৪৯ বছর বয়সী ফিহেদ। ইতিহাস গড়েও কেঁদেছেন অঝোরে। ব্রোঞ্জ জয় করেন স্কটল্যান্ডের স্টিভেন স্কট।
×