ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শঙ্কা কাটিয়ে শেষ আটে ব্রাজিল

প্রকাশিত: ০৫:৫৩, ১২ আগস্ট ২০১৬

শঙ্কা কাটিয়ে শেষ আটে ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ অনিশ্চয়তা ও শঙ্কার ঘনঘটা ঝেড়ে রিও অলিম্পিকের পুরুষ ফুটবলে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দেয় নেইমারের দল। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে খেলবে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশের যুবারা। অথচ গ্রুপের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ইরাকের সঙ্গে ড্র করে বিদায়ের শঙ্কায় পড়েছিল সেলেসাওরা। ডেনিশদের বিরুদ্ধে তাই বাঁচামরার লড়াইয়ে অবতীর্ণ হয় স্বাগতিকরা। এই লড়াইয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে স্বরূপে ফিরেছে ব্রাজিল। তবে ফুটবলবিশ্বের আরেক জনপ্রিয় দল আর্জেন্টিনার যুবারা শেষরক্ষা করতে পারেনি। গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজেছে তাদের। শেষ আটে খেলতে ‘ডি’ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না দিয়াগো ম্যারাডোনার দেশের উত্তরসূরিদের। কিন্তু হন্ডুরাসের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিদায় নিশ্চিত হয় আর্জেন্টিনার। সেই সঙ্গে দেশটির ফুটবলে আবির্ভূত হয়েছে নতুন সঙ্কট। সেমিফাইনালের টিকেট পাওয়ার মিশনে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল-জার্মানি, নাইজিরিয়া-ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া-হন্ডুরাস ও ব্রাজিল-কলম্বিয়া। ১৩ আগস্ট পর্তুগাল-জার্মানি ম্যাচ দিয়ে শুরু হবে নকআউট পর্বের লড়াই। বাঁচামরার ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের মান বাঁচিয়েছেন গ্যাব্রিয়েল বারবোসা। সদ্যই ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া গ্যাব্রিয়েল জেসাসও করেছেন একটি গোল। অপর গোলটি করেন লুয়ান টেক্সাইরা। পুরো ম্যাচেই স্বাগতিকরা খেলে দাপুটে ফুটবল। ৭৫ শতাংশ সময়ই বলের দখল ছিল ব্রাজিলের অধীনে। ডেনমার্কের ফুটবলাররা ব্রাজিলের গোলপোস্ট লক্ষ্য করে শট নিতে পেরেছেন মাত্র একবার। অন্যদিকে বার বার প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন নেইমাররা, গ্যাব্রিয়েলরা। ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোল পায় ব্রাজিল। ডগলাস সান্টোসের ক্রস থেকে বল পেয়ে জালে জড়ান গ্যাব্রিয়েল বারবোসা। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ৪০ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন গ্যাব্রিয়েল জেসাস। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরেকটি গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন লুয়ান। ৫০ মিনিটে তার এই গোলের নেপথ্য কারিগর ডগলাস সান্টোস। ৮০ মিনিটে ম্যাচের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল বারবোসা। ডেনমার্কের বিরুদ্ধে এই জয়ের ফলে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ব্রাজিল। ম্যাচ শেষে জোড়া গোলদাতা গ্যাব্রিয়েল বারবোসা বলেন, আমরা অনেক ধৈর্য দেখিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে কারণেই ফল এসেছে। এটা সত্যিই অসাধারণ একটি জয়। প্রথম দুই ম্যাচে আমার খারাপ খেলিনি, কিন্তু গোলের দেখা না পাওয়ায় কাক্সিক্ষত ফল আসেনি। এদিকে গ্রুপ পর্বে বিদায় নেয়া আর্জেন্টিনা নতুন করে আরও সঙ্কটে পড়ল। দলটির গোলরক্ষক জেরোনিমো রুয়ির কথা শুনলে আঁতকে উঠতে হবে। তিনি বলেন, শুরুটা (অনুশীলন ক্যাম্প) ছিল খুবই কঠিন। কখনও দলে সাত, পরের দিন দেখা গেছে ১১, তার পরের দিন আবার ১৮ জন। কেউ চোটে পড়লে এটি হবে ১৬ জন। আর্জেন্টিনার এই হালে চটেছেন ম্যারাডোনাও। তিনি বলেন, পরিচালকেরা মিয়ামি সূর্যস্নানে ছিল। তারা আর্জেন্টিনা ফুটবলকে নিয়ে মোটেও চিন্তিত নয়। হন্ডুরাস আমাদের হারাতে পারে না। তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু তারা খেলে মূলত বেসবেল। ফুটবল নিয়ে ওদের তেমন ধারণা নেই।
×