ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডিং নিংয়ের মধুর প্রতিশোধ

প্রকাশিত: ০৫:৫৩, ১২ আগস্ট ২০১৬

ডিং নিংয়ের মধুর প্রতিশোধ

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১২ সালের লন্ডন অলিম্পিকে টেবিল টেনিসের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ডিং নিং। কিন্তু শেষ পর্যন্ত সঙ্গী হয়েছিল চোখের জল। চার বছর পর রিও অলিম্পিকের ফাইনাল শেষেও অশ্রু ঝরল তার। তবে এবারেরটা আনন্দাশ্রু! কেননা লন্ডন অলিম্পিকের ফাইনালিস্ট সেই লি জিয়াওজিয়াকে হারিয়েই যে স্বপ্নের অলিম্পিকের স্বর্ণপদক জয়ের স্বাদ পেলেন তিনি। বুধবার টেবিল টেনিসের ফাইনালে সাত সেটের কঠিন লড়াইয়ে ডিং নিং ১১-৯, ৫-১১, ১৪-১২, ৯-১১, ৮-১১, ১১-৭ এবং ১১-৭ ব্যবধানে হারান তারই টিম লিডার লি জিয়াওজিয়াকে। রিও অলিম্পিকের ফাইনালে বুধবার শীর্ষ বাছাই হিসেবে খেলতে নেমেছিলেন ডিং নিং। আর তৃতীয় বাছাই ছিলেন লি জিয়াওজিয়া। শেষ পর্যন্ত জয়ের হাসি ফুটল ডিং নিংয়ের মুখেই। এতে বিস্মিত ডিং নিং। প্রতিযোগিতার শেষে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন জয়ে সত্যিই আমি কিছুটা বিস্মিত।’ লন্ডন অলিম্পিকে হারার সেই দুঃস্মৃতি নাকি ভুলে গিয়েছিলেন তিনি। স্বর্ণপদক জয়ের পর ‘বিগ বেবি’ হিসেবে পরিচিত এই তারকা খেলোয়াড় বলেন, ‘লন্ডনে হারার যে দুঃখজনক দুঃস্মৃতি আমাকে ঘিরে রেখেছিল সেখান থেকে বহু কষ্টে বেরিয়ে আসতে পেরেছিলাম আমি। সেই পরাজয়ের চার বছর পরের আমি এখন অনেক পরিপক্ব এবং পেশাদার। ফাইনালের আগেই আমি নিজেকে বলে নিয়েছি যে, চার বছর আগের চেয়ে এখন আমি অনেক বেশি পাকাপোক্ত তাই আমার স্বপ্নের জন্য যুদ্ধ করতে পুরোপুরি প্রস্তুত।’ লি জিয়াওজিয়াওয়ের চেয়ে দুই বছরের ছোট্ট ডিং নিং। তাই টিম লিডার জিয়াওজিয়াওয়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছেন তিনি। রিও অলিম্পিকের রোমাঞ্চকর ফাইনাল জয়টা তার ক্যারিয়ারের নিঃসন্দেহেই সেরা অর্জন। অন্যদিকে ডিং নিংয়ের কাছে লন্ডনের স্বর্ণপদক হারিয়ে দারুণ হতাশ চীনের অভিজ্ঞ তারকা লি জিয়াওজিয়া।
×