ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যাথলেটিক্সের উত্তাপ শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৩, ১২ আগস্ট ২০১৬

এ্যাথলেটিক্সের উত্তাপ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ মর্যাদার অলিম্পিক ক্রীড়াযজ্ঞের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট এ্যাথলেটিক্স। যুগে যুগেই বিশ্বের বিখ্যাত স্প্রিন্টাররা বিশ্বকে মাতিয়ে রেখেছেন নানাভাবে ট্র্যাক এ্যান্ড ফিল্ডকে। মহাতারকারা ঝড় তুলেছেন ট্র্যাকে। আর এখন আরও বিস্ময়কর একটি মাত্রা পেয়েছে এ্যাথলেটিক্স মূলত সর্বকালের সেরা স্প্রিন্টার উসাইন বোল্ট থাকার কারণে। জ্যামাইকান এ স্প্রিন্টার এবারও ফেবারিট পুরুষদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে। তার লক্ষ্য ট্রেবলের ট্রিপল গড়া। কিন্তু ২৯ বছর বয়সী এ বিশ্বরেকর্ডধারীর জন্য বড় চ্যালেঞ্জ মার্কিন তারকা জাস্টিন গ্যাটলিন। অবশ্য ১০০ মিটারের কোয়ালিফিকেশন ও হিট শুরু শনিবার। তবে আজই ট্র্যাকে নামছেন মহিলা স্প্রিন্টাররা। ১০০ মিটারের হিট আজই অনুষ্ঠিত হবে। মূল আকর্ষণ হিসেবে আছেন দুই জ্যামাইকান শেলী এ্যান ফ্রেজার-প্রাইস ও এলেইন থম্পসন এবং হল্যান্ডের ড্যাফনে শিপার্স। আর আজ এ্যাথলেটিক্সের প্রথম দিনেই ফয়সালা হবে মহিলাদের ১০ হাজার মিটার দৌড়, হেপ্টাথলন, শটপুট এবং পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায়। বোল্ট কি শেষ পর্যন্ত পারবেন। গত দুই অলিম্পিকে এবং বিশ্ব আসরে তাকে ছুঁতে পারেননি কোন স্প্রিন্টার। ২০০৮ থেকে শুরু করে তিনি পুরুষদের ১০০ ও ২০০ মিটারের স্প্রিন্টে একক আধিপত্য ধরে রেখেছেন। অবশ্য প্রতিবারই তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে ছিলেন গ্যাটলিন। দুইবার ডোপপাপে নিষেধাজ্ঞা পাওয়া এ মার্কিন স্প্রিন্টার এবার সবচেয়ে বড় হুমকি বোল্টের সাম্রাজ্য পতনের ক্ষেত্রে। সর্বশেষ বিশ্ব আসরে মাত্র ০.০১ সেকেন্ড পিছিয়ে থেকে রৌপ্য জিতেছিলেন গ্যাটলিন। কিন্তু রিও অলিম্পিকের আগে পরিপূর্ণ সুস্থ থেকে বেশ ভালভাবেই নিজেরা প্রস্তুতি সেরেছেন ওয়ার্ল্ড লিডিংয়ের শীর্ষে থাকা এ স্প্রিন্টার। আর বোল্ট মারাত্মক ইনজুরি কাটিয়ে ফিরেছেন। তাই পুরো বিশ্বেরই নজর এখন পুরুষদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের দিকে। অবশ্য বোল্ট বলেছেন, ‘আমার লক্ষ্য নিজের খেতাবগুলো ধরে রাখা। ট্রিপল-ট্রিপল জিততে চাই। সবাই বার বার জয় দেখতে চায়। আর আমি চাই রেকর্ড গড়তে।’ তবে নিজের লক্ষ্যটা স্পষ্ট করেননি গ্যাটলিন। তিনি বলেছেন, ‘জানি না জিততে পারব কিনা। কিন্তু আমার সঙ্গে জিততে হলে তাকে অবশ্যই বিশ্বসেরা হতে হবে এবং রেকর্ডধারী হতে হবে। কারণ আমি জানি আমার সামর্থ্য আছে জয়ের।’ মহিলাদের ১০০ মিটারের আকর্ষণীয় লড়াইটির হিট শুরু হচ্ছে আজই। আর এখানে এবার সবচেয়ে বড় চমকের নাম হতে পারেন ডাচ্ স্প্রিন্টার ড্যাফনে শিপার্স। গত অলিম্পিকে স্বর্ণ জয়ী জ্যামাইকার শেলীর জন্য বড় চ্যালেঞ্জ এই তারকা। কারণ ডাচ্ এ স্প্রিন্টার দুর্দান্ত ফর্মে আছেন সম্প্রতি। যদিও সর্বশেষ বিশ্ব আসরে রৌপ্য জিতেছেন। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়ন তিনি। শেলীর শ্রেষ্ঠত্বে বড় হুমকির নাম স্বদেশী এলেইন। বর্তমানে ১০০ মিটারের র‌্যাঙ্কিংয়ে তিনি এক নম্বরে। এছাড়া আছেন যুক্তরাষ্ট্রের টোরি বাউয়ি। আজ পদকের লড়াই হবে মহিলাদের ১০ হাজার মিটার দৌড়ে। ইথিওপিয়ার তিরুনেশ দিবাবা লন্ডন অলিম্পিকে জেতা স্বর্ণ ধরে রাখার লড়াইয়ে নামবেন। এছাড়া দিনব্যাপী মেয়েদের হেপ্টাথলনের পদক ও শটপুটের পদকের ফয়সালা হবে আজই। হাতুড়ি নিক্ষেপ ও ১৫০০ মিটার দৌড়ের হিট অনুষ্ঠিত হবে মহিলাদের। পুরুষদের ২০ কিলোমিটার হাঁটাতে হবে পদকের লড়াই। পুরুষদের ৪০০ ও ৮০০ মিটার দৌড়, লংজাম্প ও ডিসকাস থ্রো হিট অনুষ্ঠিত হবে আজ।
×